ছোট্ট ছেলেটি আর ছোট্টটি নেই। সে এখন অনেকটাই বড় হয়েছে। কথা হচ্ছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পুত্রের প্রনীল বসুর বিষয়ে। ছিল প্রনীলের জন্মদিন। ছেলের সঙ্গে কোলাজ করে ছবি পোস্ট করেছেন রচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, অনেকটাই বড় হয়েছে প্রনীল। মাকে ছাড়িয়ে গিয়েছে তাঁর উচ্চতা। মা এদিকে ছেলের জন্মদিনে তাঁর হৃদয় নিংড়ে ক্যাপশন লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। কী লিখেছেন রচনা?
রচনা লিখেছেন, “আমার ছোট্টটার জন্মদিনে ওকে অনেক অনেক হ্যাপি বার্থডে। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনে সেটাই ছিল, যেদিন তুমি জন্মেছিলে। আমার চাঁদ, তারা, সূর্য তুমি… একজন মায়ের পাওয়া সেরা আশীর্বাদ তুমি।”
কেবল তাই নয়, ছেলের জন্মদিনের টুকরো মুহূর্ত রচনা শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। কেট কাটা থেকে শুরু করে নানা বাঙালি পদ রান্না করে তাকে খাইয়েছেন যত্ন সহকারে।
দেখুন রচনার সোশ্যাল মিডিয়া পোস্ট:
তবে শোনা যায়, স্বামীর সঙ্গে নাকি থাকেন না রচনা। তাঁদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। দক্ষিণ কলকাতার একটি বিলাশবহুল হাউজ়িং কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সেই সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনি পালন করছেন অক্ষরে-অক্ষরে।
টলিপাড়ায় রচনা সেই অভিনেত্রী, যিনি একদা ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন বিগ বি-র নায়িকা। কেবল তাই নয়, আজ থেকে অনেকগুলো বছর আগে বাংলার গণ্ডি টপকে উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড় ছবিতে দাপিয়ে অভিনয় করেছিলেন রচনা।
কিন্তু এখন তিনি বড় পর্দা থেকে অনেকটাই দূরে। বিগত কয়েকবছর ধরে তিনিই হয়ে উঠেছেন বাংলার দিদি নম্বর ওয়ান। কারণ, জ়ি বাংলায় আয়োজিত দিদি নম্বর ওয়ান গেম শোটি হোস্ট করেন রচনাই। যে শোয়ের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। আর নতুনভাবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন রচনা।