আয়রাকে সঙ্গে নিয়ে প্রকৃতির মাঝে মিথিলা, কোথায় বেড়াতে গেলেন?

স্বরলিপি ভট্টাচার্য |

May 23, 2021 | 8:24 PM

মিথিলা একা নন। ভিডিয়োতে ছিল মিথিলা কন্যা আয়রাও। জিন্স, টপের সাজে নৌকোয় পা ঝুলিয়ে বসে রয়েছে সে।

আয়রাকে সঙ্গে নিয়ে প্রকৃতির মাঝে মিথিলা, কোথায় বেড়াতে গেলেন?
আয়রা এবং মিথিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

একফালি নৌকো। হলুদ কামিজ, নীল রঙে পায়জামা। চোখে সানগ্লাস। কিন্তু তবুও তাঁকে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila) বলে চিনে নিতে কোনও অসুবিধে হয় না। জলের উপর দিয়ে চলেছে সে নৌকো। গাছ-গাছালির ভিড়ে শান্ত এক জায়গা। ঠিক এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন মিথিলা।

মিথিলা একা নন। ভিডিয়োতে ছিল মিথিলা কন্যা আয়রাও। জিন্স, টপের সাজে নৌকোয় পা ঝুলিয়ে বসে রয়েছে সে। জলে ছুঁয়ে যাচ্ছে ছোট্ট পায়ের পাতা। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে স্মৃতি তৈরি করছি’। আয়রা এবং তার মায়ের এই সফর হয়েছে বাংলাদেশের শিলেটে, রাতারগুল সোয়াম্প ফরেস্টে।

প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসেন মিথিলা। কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রয়েছে ছাদেই। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। ছাদ-বাগানে নিজে অনেকটা সময় দেন। মেয়েকেও বাগান করতে শেখান।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন মিথিলা। যেখানে দেখা গিয়েছিল, ছাদের বাগানের গাছে পেঁয়াজ হয়ে রয়েছে। আর মেয়েকে তা তোলা শেখাচ্ছেন তিনি। তাঁর মতোই প্রকৃতির সংস্পর্শে আয়রা বেড়ে উঠুক, এটাই মিথিলার একমাত্র চাওয়া। সে কারণেই বারবার ফিরে যেতে চান প্রকৃতির কোলে। সঙ্গী আয়রা।

আরও পড়ুন, বয়স ৫০ হওয়ার আগে দাদু, ঠাকুমা হয়েছেন যে সেলেবরা…

Next Article