৫০ বছর বয়স হওয়ার আগেই বলিউডের বেশ কিছু সেলেব নাতি-নাতনির মুখ দেখেছেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নেওয়া যাক।
৫০ বছর বয়স হওয়ার আগেই বলিউডের বেশ কিছু সেলেব নাতি-নাতনির মুখ দেখেছেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নেওয়া যাক।
Follow Us:
ডিম্পল কাপাডিয়া- মাত্র ১৬ বছর বয়সে রাজেশ খান্নাকে বিয়ে করেন ডিম্পল। বড় মেয়ে টুইঙ্কলের জন্ম হয় ডিম্পলের ১৭ বছর বয়সে। টুইঙ্কল যখন তাঁর ছেলে আরভের জন্ম দেন, তখন ডিম্পলের বয়স ৪৬। অর্থাৎ ৫০-এর চার বছর আগেই দিদিমা হন তিনি।
শর্মিলা ঠাকুর- ১৯৬৯-এ মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন শর্মিলা। ১৯৭০-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান সইফ আলি খানের। সইফ ২১ বছর বয়সে অমৃতা সিংকে বিয়ে করেন। অমৃতা-সইফের প্রথম সন্তান সারা আলি খানের জন্ম হয় ১৯৯৩-এ। শর্মিলা ঠাকুমা হন ৪৮ বছর বয়সে।
জয়া বচ্চন- ২২ বছর বয়সে অমিতাভ বচ্চনকে বিয়ে করেন জয়া। তারপরই জন্ম প্রথম সন্তান শ্বেতার। শ্বেতা যখন তাঁর প্রথম সন্তান নভ্যা নভেলি নন্দার জন্ম দেন, তখন জয়ার বয়স ৪৯। ৫০ হওয়ার আগেই দিদিমা হন জয়া।
হেমা মালিনী- ভালবেসে ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা। ধর্মেন্দ্রর প্রথমা স্ত্রী প্রকাশ কৌরের দুই ছেলে সানি এবং ববি দেওলের সঙ্গে হেমার সৎ মায়ের সম্পর্ক। সানির প্রথম সন্তান করণ দেওলের জন্ম হয় ১৯৯০ সালে। তখন হেমার বয়স ৪১।
নীতু কাপুর- ২২ বছর বয়সে ভালবেসে ঋষি কাপুরকে বিয়ে করেন নীতু। কাপুর পরিবারের সকলের সঙ্গেই দারুণ সম্পর্ক তাঁর। করিশ্মা, করিনার কাকিমা তিনি। করিশ্মার প্রথম সন্তান সামাইরার জন্ম হয় ২০০৫-এ। তখন নীতুর বয়স ৪৭ বছর।
রাকেশ রোশন- রাকেশ এবং পিঙ্কি রোশনের প্রথম সন্তান সুনয়নার জন্ম ১৯৭২-এ। সুনয়না পেশায় প্রযোজক আশিস সোনিকে বিয়ে করেন। তাঁদের সন্তান সুরনিকার যখন জন্ম হয় তখন রাকেশের বয়স ৪৯।
আমির খান- অভিনেতা ইমরান খান যে আমির খানের ভাগ্নে, এ কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। ইমরান এবং তাঁর স্ত্রী অবন্তিকা মালিকের প্রথম সন্তান ইমারা মালিক খানের জন্ম ২০১৪-এ। অর্থাৎ ৫০-এর আগেই দাদু হয়েছেন আমিরও।