‘মাংস-ভাতঘুম’ নয়, রক্তদানেই রবিবারের খুশি খুঁজে নিলেন ইমন

May 23, 2021 | 3:57 PM

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন ইমন। উপরে লেখা ‘কামিং সুন’। ভোকাল-ইমন চক্রবর্তী। মিউজিক অ্যারেঞ্জমেন্ট- নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু খুব তাড়াতাড়ি আসছে’। ইমন চক্রবর্তী প্রোডাকশনে নজর রাখার কথাও জানিয়েছেন তিনি।

মাংস-ভাতঘুম নয়, রক্তদানেই রবিবারের খুশি খুঁজে নিলেন ইমন
রক্তদান ইমনের

Follow Us

 

করোনা আবহে রক্তসংকট মেটাতে তৎপর নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়া খুললেই রক্তদানের আর্জি। কোভিড যুদ্ধে রক্তের জোগানে যেন ঘাটতি না হয়ে বাড়তি সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য সাধারণের পাশাপাশি এগিয়ে এসেছেন সেলেবকুলও। শ্রীলেখা মিত্র থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়… ইতিমধ্যেই রক্তদান করেছেন ওঁরা। সেই তালিকায় এবার নাম লেখালেন গায়িকা ইমন চক্রবর্তীও।

সোশ্যাল মিডিয়ায় রক্তদানের ছবি নিজেই শেয়ার করেছেন ইমন। লিখেছেন, “রক্তদান করছি। সমাজের কাজ করছি। খুশির রবিবার।” ইমনের এই কাজে প্রশংসা করেছেন তাঁর ভক্তকুলও। প্রিয় গায়িকা এই উদ্যোগে আপ্লুত তাঁরা।

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করেছেন ইমন। উপরে লেখা ‘কামিং সুন’। ভোকাল-ইমন চক্রবর্তী। মিউজিক অ্যারেঞ্জমেন্ট- নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু খুব তাড়াতাড়ি আসছে’। ইমন চক্রবর্তী প্রোডাকশনে নজর রাখার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়


নতুন কী আসছে? ইমন শেয়ার করলেন, “লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। আমি, নীলাঞ্জন, যে ভাই আমাদের গাড়ি চালায় সে, আর বন্ধু শুভদীপ। আমি আর নীলাঞ্জন একসঙ্গে থাকলে সারাক্ষণই গান বাজনার মধ্যে থাকি। আমাদের খুব পছন্দের গান বিশাল ভরদ্বাজের কম্পোজিশন, গুলজারের লেখা ‘পানি পানি রে’ সে দিন আমরা শুট করি। শুভদীপ বলল, ক্যামেরাও রয়েছে, তোরাও রেডি, চল গানটা শুট করি। যেতে যেতেই গানটা শুট করেছি। পানাগড়ের জঙ্গলের মধ্যে শুট করলাম। যেখানে সুন্দর জায়গা দেখেছি দাঁড়িয়ে আধ ঘণ্টার মধ্যে শুট করে ফেলেছি। সেটাই রিলিজ করবে।”
চলছে কাজ তবে এরই মাঝে মহৎকাজের কথা ভোলেননি গায়িকা…

Next Article