AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul-Priyanka: ফাগের রঙে রাঙা হলেন রাহুল-প্রিয়াঙ্কা, সম্পর্ক জোড়া লাগল অবশেষে

Rahul-Priyanka: দীর্ঘ দিন আলাদা থাকার পর শেষ জীবনে আবারও একসঙ্গে থাকতে শুরু করেছেন রণধীর কাপুর ও ববিতা। কিছু দিন আগেই এই খবর সামনে এসেছে। এবার বেশ কয়েক বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার।

Rahul-Priyanka: ফাগের রঙে রাঙা হলেন রাহুল-প্রিয়াঙ্কা, সম্পর্ক জোড়া লাগল অবশেষে
সম্পর্ক জোড়া লাগল অবশেষে
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 1:12 PM
Share

দীর্ঘ দিন আলাদা থাকার পর শেষ জীবনে আবারও একসঙ্গে থাকতে শুরু করেছেন রণধীর কাপুর ও ববিতা। কিছু দিন আগেই এই খবর সামনে এসেছে। এবার বেশ কয়েক বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। টলিপাড়ায় গুঞ্জন ঘুরছিলই, এবার যেন সেই গুঞ্জনেই কার্যত শিলমোহর। আর মন কষাকষি নয়, প্রিয়াঙ্কা ফিরে গিয়েছেন রাহুলের কাছে। একই সঙ্গে তাঁদের সম্পর্ক হয়েছে আরও সহজ, ছেলে সহজও বেজায় খুশি। দোলের দিনে ফাগের রঙ লেগেছে তাঁদের গায়ে। সাদা পঞ্জাবি আর সালোয়ারে রাঙা হয়েছে বসন্তের রঙে। টিভিনাইন বাংলাই প্রথম জানিয়েছিল, রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের তিক্ততা মিটতে চলেছে। তাঁরাও যেন সেই ইঙ্গিতই দিচ্ছিলেন বিগত বেশ কিছু মাস ধরেই। পুজোর দিনে একসঙ্গে সেলিব্রেশন থেকে শুরু করে সম্প্রতি তাঁদের জঙ্গল সাফারির পারিবারিক ছবি যেন বুঝিয়ে দিচ্ছিল অনেক কিছুই। এক সময় তুমুল প্রেম ছিল তাঁদের। অল্প বয়সে বিয়ে, সংসার ও তাঁদের একমাত্র ছেলে সহজ। কিন্তু কিছু বছর যেতেই সম্পর্কের অবনতির কথা কে না জানেন? তবে সে সব যে অতীত, সে প্রমাণই মিলছে বারংবার। এ তো গেল ঘরের কথা, আর কাজ?

উল্লেখ্য, ভারতের ক্রিকেট ইতিহাসে সৌরভের অবদান, ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, রাজকীয় ভঙ্গিতে লর্ডসের ব্যালকনিতে ভারতীয় জার্সি খুলে ঘোরানোর মতো ক্ষিপ্রতার কথা মাথায় রেখেই ‘কলকাতা ৯৬’ বলে একটি সিনেমা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাহুল। কিন্তু বেশ কিছু দিন আগে বোর্ড সভাপতির পদ থেকে সৌরভের বিদায়ের কারণে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন ওই ছবির জন্য তিনি অর্থ দেবেন না। তাঁর যুক্তি ছিল, লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির শতরানের ফুটেজের অংশ ছবিতে দরকার ছিল। দাদা যদি বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতেন তবে হয়তো সেই ফুটেজ ২০-৩০ লক্ষ টাকায় পেয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু তিনি আর ওই পদের নেই, আমি খোঁজ নিয়েছি ওই ৩-৪ মিনিটের ফুটেজ কিনতে আমার এক কোটির উপর খরচ হবে যা আমি দিতে পারব না।” অন্যদিকে রাহুলের বক্তব্য ছিল, “ছবিটি করব। রানাদা যদি না করে তবে অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে নিশ্চয়ই এই ছবি হবে।” রানা ও রাহুলের ছবিটি না করা হলেও, রানা প্রযোজনায় কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। মহাপ্রভুর জীবনী নিয়ে ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে তাঁকে দেখা যাবে নটী বিনোদিনীর ভূমিকায়।