AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj-Subhashree: দাদু আজ ছবি! ফ্রেম জড়িয়ে ইউভানের আদর কাঁদাবে আপনাকে

Raj Chakrabarty: ২০২০ সাল। রাজের জীবনে হারা-জেতার বছর। কোভিড ওই বছরের অগস্ট মাসে কেড়ে নিয়েছিল তাঁর বাবাকে। অন্যদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানেই রাজ প্রথম বার বাবা হয়েছিলেন।

Raj-Subhashree: দাদু আজ ছবি! ফ্রেম জড়িয়ে ইউভানের আদর কাঁদাবে আপনাকে
দাদুকে আদর।
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 8:41 AM
Share

এক জীবন স্তব্ধ হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আর এক জীবন শুরু করেছিল পথ চলা। একে অপরের সঙ্গে দেখা হয়নি কোনওদিন। তবু রক্তের টান বড় দায়! সে কথাই যেন আরও একবার প্রমাণ পেল রাজ চক্রবর্তীর শেয়ার করা সাম্প্রতিক এই ভিডিয়োতে।

২০২০ সাল। রাজের জীবনে হারা-জেতার বছর। কোভিড ওই বছরের অগস্ট মাসে কেড়ে নিয়েছিল তাঁর বাবাকে। অন্যদিকে মাত্র কয়েক দিনের ব্যবধানেই রাজ প্রথম বার বাবা হয়েছিলেন। বাবাকে হারানো ও বাবা হওয়ার এই সন্ধিক্ষণে টালমাটাল হয়েছিল তাঁর জীবন। ইউভান তাঁর দাদুর ছোঁয়া পায়নি কোনওদিন। দাদুকে সে দেখেওনি। তবু দাদুর ছবি সামনে দেখতেই বুকে জড়িয়ে ধরল ইউভান, আধো বুলিতে ডেকে উঠল ‘দাদা দাদা’ বলে। চোখ ভিজল নেটিজেনদের। নবীন-প্রবীণের এ হেন মেলবন্ধনে মুগ্ধ তাঁরা। মুগ্ধ রাজ নিজেও।

লিখেছেন, “ওই একই বছ্রএর আমি একজনকে হারিয়েছি আর একজনকে পেয়েছি। আমার ছেলে আমার বাবাকে দেখেনি। আমার বাবাও তাঁর নাতিকে দেখে যেতে পারেননি। কিন্তু আমি জানি, কোথাও না কোথাও তাঁরা একে অপরকে আজও মিস করে।”

২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। এখন দেড় বছর বয়স তাঁর। তবে ইতিমধ্যেই হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। এবছর সরস্বতী পুজোতেই ইউভানকে হাতে খড়ি দিয়ে দেয় রাজ-শুভশ্রী। ছেলের পড়ালেখার প্রতি টান দেখেই নাকি এত ছোট বয়সে হাতে খড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, জানিয়েছিলেন ওই সেলেব জুটি। ছেলেকে নিয়ে এই মুহূর্তে তাঁদের ভরা সংসার। তবে কোথাও গিয়ে বসন্তের বাতাস মনে করিয়ে দেয় বাবাকে। মনে করিয়ে দেয় ২০২০-র প্রথম লকডাউনের সেইসব স্মৃতি। ভাল-খারাপ দুই মুহূর্তই ঘোরাফেরা করে চক্রবর্তী পরিবারের অন্দরে।

আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত

আরও পড়ুন: Kiara Advani-Shahid Kapoor: কবীর ‘শাহিদ’ সিংয়ের কাছে ফিরে যেতে চান কিয়ারা, কারণ হিসেবে কী খুঁজছেন নায়িকা?