আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় বেবিবাম্প নিয়ে নিচু হওয়া বেশ সমস্যার। কিছু পড়ে গেলেও তা তুলতে হয় কষ্ট করে। সেখানে স্ফিতোদর নিয়ে নিচু হয়ে নেলপালিস পরা নিতান্তই বিলাসিতা মাত্র। কিন্তু পুজোর মরসুমে একটু সাজগোজ না করলে হয়? মুশকিল আসান হয়ে এলেন স্বামী রাজ চক্রবর্তী। শুভশ্রীর পা হাতে তুলে নিয়ে সাজিয়ে দিলেন তিনি। পরিয়ে দিলেন লাল রঙা নেলপলিশ। সেই ভিডিয়োই ইনস্টাগ্রামে শেয়ার করে একটি বার্তা দিয়েছেন শুভশ্রী। যে বার্তা বেশ বার্তাবহ। এর আগে দু’বারই সন্তান-আগমনের খবর শেয়ার করে শুভশ্রী বলেছিলেন, “উই আর প্রেগন্যান্ট”।
বৈজ্ঞানিক মতে রাজ অন্তঃসত্ত্বা হতে পারেন না। তাই ‘আমরা অন্তঃসত্ত্বা’ এ কথা লেখায় তা নিয়ে হয়েছিল ট্রোলিংও। অনেকেই বলেছিলেন, “এ হল ন্যাকামি”। অনেকেই আবার রাজের উপর অসন্তোষ উগরে দিয়ে বলেছিলেন, “মা হওয়া মুখের কথা নয়। দশ মাস দশ দিন গর্ভে সন্তান ধারণ করতে শুভশ্রীকে যে পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তাঁর সিকিভাগও রাজকে করতে হবে না। তাই কোনও ভাবেই নিজেকে গর্ভবতী বলার দাবি তিনি করতে পারেন না। যতই ট্রেন্ড হক না কেন।”
তবে শুভশ্রী তাঁর বক্তব্য থেকে সরেননি। কেন জানেন? তাঁর বক্তব্য, “আমি সন্তানের খেয়াল রাখি আর ও (রাজ) আমার খেয়াল রাখে। সেই কারণেই আমরা বলে থাকি ‘উই আর প্রেগন্যান্ট’। শুভশ্রী ও রাজের এই মিষ্টি মুহূর্তের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন অনেক হবু মা-ও। শুভশ্রীর কনসেপ্টের সঙ্গেও একাত্ম হতে পেরেছেন তাঁরা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই মা হবেন শুভশ্রী। তিন থেকে চার হবেন তাঁরা।