টলিউডের বাজার খারাপ। হালফিলে হিট হয় হাতে গোনা ছবি। এরই মধ্যে ওঠে স্বজনপোষণের অভিযোগ আবার কখনও বা পরিচালক-প্রযোজকের বাগযুদ্ধের খবরও প্রকাশ্যে আসে। টলিউড প্রযোজক রানা সরকার, মাঝেমধ্যেই তাঁর ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে থাকেন একের পর এক বিতর্কিত মন্তব্য। এই যেমন রবিবারেও বিস্ফোরক এক পোস্ট রানার। না, কারও নাম তিনি নেননি ঠিকই, তবে নেটিজেনদের ধারণা নাম না করেই পরিচালক ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেই একহাত নিয়েছেন রানা। ঠিক কী লিখেছেন? ‘গরীবের অ্যাল প্যাচিনো’ ট্যাগ দিয়ে রানার সেই ‘অনামিকা ব্যক্তি’র উদ্দেশে বার্তা, “গরিবের আল পাচিনোর নতুন সিনেমা রিলিজের প্রথম দুদিনে এক লাখ টাকাও বিক্রি নেই বক্সঅফিসে । শারুক্ষান ফিরবে বলেছিলো কিন্তু খোকা নিজেই ভ্যানিশ হয়ে যাবে কে জানতো ? তবুও আঁতলামো চলবে, নিজের একক অভিনীত ছবি দ্বিতীয় সপ্তাহে টানার ক্ষমতা নেই কোনোদিনই , তবু মুখোশ পরা ডায়লগবাজি চলবেই।” এখানেই কিন্তু থামেননি তিনি। লিখেছেন, “বন্যরা বনে সুন্দর,কিছু ষ্টার ওটিটি-ক্রোড়ে। আর আমাদের কিছু করার নেই, আমরা অন্য কোথাও যাবোনা আমরা এই দেশেতেই থাকবো।”
সদ্য পরিচালক হিসেবে যে অনির্বাণের হাতেখড়ি হয়েছে সে কথা কে না জানেন? সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল আবার ‘খোকা’। অন্যদিকে আবার অনির্বাণ-ঈশা-অর্জুন অভিনীত ছবি ‘মিথ্যে প্রেমের গান’ মুক্তি পেয়েছে এই শুক্রবার। যদিও বক্সঅফিসে ওই ছবি এখনও পর্যন্ত খুব একটা দাগ কাটতে পারেনি। তাই দুই দুইয়ে চার করে, সিনেমোদীদের ধারণা রানার এ পোস্ট নাকি অনির্বাণের জন্যই। মন্তব্য বাক্সে অনেকেই প্রযোজকের সঙ্গে সহমত আবার কেউ বা করেছেন বিরুদ্ধাচরণ। তবে অনির্বাণ এখনও পর্যন্ত এই নিয়ে মন্তব্য করেননি। নিন্দুকেরা অবশ্য মুখ টিপে হাসছেন? তাঁদের পাল্টা প্রশ্ন মন্দার বাজারে কাঁধে কাঁধ মিলিয়ে চলার পরিবর্তে একে অন্যের সঙ্গে এই ঠান্ডা লড়াইয়ে আদপে ক্ষতি কার? প্রশ্ন রয়ে গেলেও উত্তর অজানা।