Rana Sarkar: ‘ফেক ফলোয়ার্স, সাবধান’, নাম না করে অঙ্কুশকে তোপ পরিচালক রানার
Tollywood Inside: প্রযোজক রানা সরকারের পোস্ট দেখেও নেটেজ়েনরা বুঝে গেলেন কার উদ্দেশে তাঁর এই দীর্ঘ পোস্ট। রানা সরকার সোশ্যাল মিডিয়ায় বর্তমানে স্টারদের ভুয়ো ফলোয়ার্স নিয়ে এক দীর্ঘ মন্তব্য করেছেন। কেবল তাই নয়, দেওয়া চেষ্টা করেছেন হাতে গরম প্রমাণও। করেছেন সাবধান।
সিনেদুনিয়ায় দর্শক আবারও যেন ঘরে ফিরেছেন। এই সময় সকলে একযোগে কাজ করার পথেই হাঁটার চেষ্টা করছেন। বলিউড হোক কিংবা দক্ষিণ, টলিপাড়াও তালিকা থেকে বাদ পড়ছে না। সকলেই চায় সকলের ছবিই দর্শক দেখুক। তবেই ইন্ডাস্ট্রিটা বাঁচবে। তাই একে অন্যের ছবির প্রচার করছেন, একে অন্যের ছবির প্রচারের মুখ হচ্ছেন, সম্প্রতিতে এমন ছবি বহু দেখা গিয়েছে। যদিও কিছু ক্ষেত্রে হয়তো পুরোনো বিবাদ এখনও দানা বেঁধে রয়েছে। কোথাও গিয়ে যেন তার বহিঃপ্রকাশ মাঝে মধ্যেই ঘটে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর কার নজরে কে, সে প্রশ্নের উত্তর বুঝে নিতে খুব একটা সংকোচ বোধ করে না নেটদুনিয়া। তাই এবার প্রযোজক রানা সরকারের পোস্ট দেখেও নেটেজ়েনরা বুঝে গেলেন কার উদ্দেশে তাঁর এই দীর্ঘ পোস্ট। রানা সরকার সোশ্যাল মিডিয়ায় বর্তমানে স্টারদের ভুয়ো ফলোয়ার্স নিয়ে এক দীর্ঘ মন্তব্য করেছেন। কেবল তাই নয়, দেওয়া চেষ্টা করেছেন হাতে গরম প্রমাণও। করেছেন সাবধান।
রানা তাঁর পোস্টে লিখলেন, জনপ্রিয়তা কমছে ফেক ফলোরায়ার-ই কি তার প্রমান ? একজন সেমি-সুপারস্টারের সোশ্যাল মিডিয়ার পাতায় দেখলাম ৫০ লাখের বেশি ফলোয়ার্স, কিন্তু ২৪ ঘণ্টায় তাঁর নভেম্বর রিলিজ সিনেমার ট্রেলারের ভিউ ৬.৬ হাজার, লাইক ৪৮৭। বোঝাই যায় কোনটা আসল আর কোনটা ভুয়ো, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে কাস্টিং করার বা বিজ্ঞাপণ পাওয়ার যুগ শেষ হতে চলেছে। অনেকদিন ধরে বলে আসছি, সোশ্যাল মিডিয়ার এই ফেক রিচ তারকাদের লং টার্মে প্রচুর ক্ষতি করবে।
প্রসঙ্গত রানা সরকারের এই পোস্টের ঠিক আগের দিন রাতেই মুক্তি পায় অভিনেতা অঙ্কুশ হাজরার আগামী ছবি কুরবান-এর ট্রেলার। যেখানে দেড় দিলে ট্রেলার ভিউ সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরল না। তারপরই এই পোস্ট রানার। তিনি আরও লিখেন, ”এখন সোশ্যাল মিডিয়ার প্রচারে সামগ্রিক ভাবে ভাঁওতাবাজিকে প্ৰাধান্য দেওয়া হচ্ছে যেটা আসলে জনপ্রিয়তা কমে যাওয়াকেই ঢেকে রাখার চেষ্টা। সিনেমা হিট তো হয় হাতে গোনা, বাকিরা সোশ্যাল মিডিয়ায় ফেকগিরি করে বেশিদিন টিকে থাকতে পারবেন না। সস্তার ফেক ফলোরায় না বাড়িয়ে সামান্য একটু বাজেট দিয়ে পোস্ট বুস্ট করলে তো সিনেমা বা প্রোডাক্টের একটু লাভ হয় , সেটা ঘিলুতে ঢোকে না ? আর যদি কেউ ভাবে মানুষ এসব বোঝে না তাহলে তাঁর মতো মূর্খ আর কেউ নেই। কার পেজে কত ফলোয়ার্স বা লাইক ভিউ সেটা অর্থহীন হয়ে যাবে যদি সিনেমা ফ্লপ হয়। এখনও সাবধান হন, সৎ হন।” যদিও প্রযোজক তাঁর পোস্টে কোথাও অভিনেতার নাম উল্লেখ করেননি। তবে তাঁর লাইকের হিসেব দেখে, অনেকেই অনুমান করছেন, পোস্টটি কার উদ্দেশে করা।