Rituparna Sengupta: নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনায় চিরঞ্জিত-ঋতুপর্ণা ফের এবার বড়পর্দায়, শুটিং শুরু ২০ জুলাই

Sucharita De | Edited By: জয়িতা চন্দ্র

Jul 06, 2023 | 12:34 PM

Tollywood Gossip: প্রসেনজিৎ-ঋতুপর্ণার পাশাপাশি নব্বইয়ের দশকে চিরঞ্জিত-ঋতুপর্ণা এই জুটির ছবিও দর্শকদের বেশ পছন্দের ছিল। এছাড়াও চিরঞ্জিত চক্রবর্তী পরিচালিত ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Rituparna Sengupta: নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনায় চিরঞ্জিত-ঋতুপর্ণা ফের এবার বড়পর্দায়, শুটিং শুরু ২০ জুলাই

Follow Us

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনা আর ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়—এই ‘ট্রায়ো’র কেমিস্ট্রির সৌজন্যে একের পর এক হিট ছবি পেয়েছে বাংলার দর্শক। ‘প্রাক্তন’, ‘বেলাশুরু’র পর আবার এই দুই প্রযোজক তথা পরিচালকের ছবিতে দেখা যাবে ঋতুপর্ণাকে। এই খবর এতদিনে দর্শক জেনে গিয়েছেন। তবে চমক রয়েছে অন্য জায়গায়। নন্দিতা-শিবপ্রসাদ-ঋতুপর্ণার এই ‘ত্রিমূর্তি কম্বিনেশন’ বহুদিন বাদে আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চিরঞ্জিত-ঋতুপর্ণা জুটিকে।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার পাশাপাশি নব্বইয়ের দশকে চিরঞ্জিত-ঋতুপর্ণা এই জুটির ছবিও দর্শকদের বেশ পছন্দের ছিল। এছাড়াও চিরঞ্জিত চক্রবর্তী পরিচালিত ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার ‘উইন্ডোজ়’-এর প্রযোজনায় ‘দাবাড়ু’ ছবিতে দেখা যাবে এই দুই দক্ষ অভিনেতাদের। এই সিনেমায় দাবাড়ুর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। আর দাবাড়ু সূর্যশেখরের মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘দাবাড়ু’ পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক পথিকৃৎ বসু। যিনি এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘কাছের মানুষ’-এর মতো ছবির পরিচালনা করেছেন। যদিও পথিকৃতের ছবিগুলি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি। এখন ইন্ডাস্ট্রিতে হিট মেশিন বলে পরিচিত প্রযোজনা সংস্থা উইন্ডোজ়-এর ব্যানারে এসে পরিচালক পথিকৃতের ভাগ্যের চাকা ঘুরবে কি না, সেটাই দেখার। TV9 বাংলাকে পরিচালক জানালেন, আগামী ২০ জুলাই থেকে ‘দাবাড়ু’র শুটিংয়ের কাজ শুরু করতে চলেছেন তিনি। ‘দাবাড়ু’র জন্য বাড়তি গবেষণা করতে হয়েছে, কারণ এই ছবি বায়োপিক ঘরানার বলে অভিমত পথিকৃতের। উত্তর কলকাতার সাধারণ পরিবারের ছেলে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় কিভাবে ধীরে-ধীরে ‘গ্র্যান্ডমাস্টার’ হয়ে ওঠে, সেই গল্পই বলবে ‘দাবাড়ু’।

এই ছবিতে চিরঞ্জিত চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু, শঙ্কর চক্রবর্তী, সংঘশ্রী মিত্ররা।

Next Article