Rittika Sen: স্বস্তি ফিরিয়ে সেটে ঋত্বিকা সেন, অভিনেত্রীকে দেখে বেজায় খুশি ভক্তরা
Viral News: শেয়ার করলেন সেই ছবি। হাতে একটি জলের বোতল। শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। প্রায় হারিয়ে ফেলেছিলেন স্বর।
টলিপাড়ার বাবলি গার্ল ঋত্বিকা সেন। ছোট থেকেই পর্দায় তাঁর নিত্য আনাগোনা। একের পর এক ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে মাঝে বেশ খানিকটা বিরতি। তেমন কোনও ছবিতে তাঁকে পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি দক্ষিণে সরফ করেছিলেন অভিনয়ের জন্যই। এমনই পরিস্থিতিতে হঠাৎই ভক্তদের মনে উদ্বেগ সঞ্চার করে তাঁর একটি পোস্ট। এপ্রিলমাসের শুরুতেই মুখে অক্সিজেন মাস্ক নিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। যা দেখে রীতিমত চিন্তায় ছিলেন ভক্তরা। তবে তা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ দুই সপ্তাহ কাটতে না কাটতেই আবারও শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী।
শেয়ার করলেন সেই ছবি। হাতে একটি জলের বোতল। শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। প্রায় হারিয়ে ফেলেছিলেন স্বর। গলায় সংক্রমণ এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় যে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি কীভাবে হলেন এতটা অসুস্থ? অভিনেত্রী জানান তিনি বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটিং করছিলেন। সেখানেই ধুলোবালি ঢুকে গলায় ইনফেকশন হয়। এখনও বেশ দুর্বল তিনি। নেবুলাইজার দিয়ে কফ তুলতে হচ্ছে নিয়মিত। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে এক স্টোরিও দিয়েছেন ঋত্বিকা।
View this post on Instagram
তিনি লিখেছিলেন, “আবহাওয়ার পরিবর্তনের জন্য ভাল লাগছিল না। বুকে ব্যথা, কাশি ও মারাত্মক ক্লান্তি গ্রাস করেছিল কিছু দিন ধরেই। হাসপাতালে যেতেই ডাক্তার জানায় আমার ইনফেকশন হয়েছে। আপাতত ওষুধ চলছে। দ্রুত সুস্থ হওয়ার অপেক্ষায় আছি।” মুখে অস্কিজেন মাস্ক পরা এক ছবিও শেয়ার করেছিলেন তিনি। যদিও কিছু সময়ের মধ্যেই সেই ছবি তিনি মুছে দেন। তাঁর ওই ছবি দেখতে পেয়ে বেশ উদ্বেগে ছিলেন ভক্তরা। তবে চিন্তার আপাতত কিছু নেই। আগের থেকে ক্রমশ ভালর দিকেই এগোচ্ছেন তিনি। ফিরলেন কাজেও।