Accident: হাইওয়ের উপরে দাউদাউ করে জ্বলছে ২০টি গাড়ি-ট্রাক, ঝলসে মৃত ৫, কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর দুর্ঘটনা?

Accident: প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর মিলেছে। অসমর্থিত সূত্রে খবর, আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Accident: হাইওয়ের উপরে দাউদাউ করে জ্বলছে ২০টি গাড়ি-ট্রাক, ঝলসে মৃত ৫, কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর দুর্ঘটনা?
আগুন জ্বলছে একের পর এক গাড়িতে।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 20, 2024 | 10:11 AM

জয়পুর: ভয়ঙ্কর দুর্ঘটনা। পেট্রোল পাম্পের বাইরে মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রাকের। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় একের পর এক গাড়িতে। দুর্ঘটনার জেরে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক আরও অনেকে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে। ভোর সাড়ে ৫টা নাগাদ পেট্রোল পাম্পে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারে। সংঘর্ষের পরই আগুন ধরে যায় ট্যাঙ্কার ও ট্রাকে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলিতেও আগুন ধরে যায়। কমপক্ষে ২০টি গাড়ি জ্বলে গিয়েছে বলেই খবর।

প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। অসমর্থিত সূত্রে খবর, আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িগুলিতে এখনও আগুন নেভেনি বলেই জানা গিয়েছে।  উদ্ধারকাজ জারি রয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি কেমিক্যাল ভর্তি ছিল। অন্যদিকে অয়েল ট্যাঙ্কারে তেল ছিল। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায়, সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে।

দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান।