Mid Day Meal: মিড ডে মিলের ডিম টপাটপ ব্যাগে ঢোকাচ্ছেন প্রিন্সিপাল! ভিডিয়ো ভাইরাল হতেই দিলেন উল্টো যুক্তি

Principal Stealing Eggs: একটি মাধ্যমিক স্কুলে মিড ডে মিলের জন্য আসা বরাদ্দ রসদ থেকেই ডিম সরাচ্ছিলেন প্রিন্সিপাল। এক ব্যক্তি গোপনে সেই ভিডিয়ো রেকর্ড করে নেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেই ভিডিয়ো।

Mid Day Meal: মিড ডে মিলের ডিম টপাটপ ব্যাগে ঢোকাচ্ছেন প্রিন্সিপাল! ভিডিয়ো ভাইরাল হতেই দিলেন উল্টো যুক্তি
ডিম চুরি করছেন প্রিন্সিপাল।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 20, 2024 | 1:21 PM

পটনা: স্কুলে গেলে দুপুরে পেট ভরে খাবার মিলবে, এই আশাতেই বহু পড়ুয়া স্কুলে যায়। এটাই বাস্তব চিত্র। খুদেদের শরীরে পুষ্টি পৌঁছে দেওয়ার জন্যই মিড ডে মিল চালু করা হয়েছিল। কিন্তু মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই। কখনও খারাপ মানের খাবার, কখনও আবার রান্নায় সাপ, ব্যাঙ। কোথাও আবার মিড ডে মিলের চাল-ডালই চুরি হয়ে যাচ্ছে! এবার এমনই এক ছবি সামনে এল। স্কুলে মিড ডে মিলের জন্য আসা ডিম টপাটপ ব্যাগে পুরলেন প্রিন্সিপাল! না ক্লাসে বা অফিসে নয়, তারপরই সোজা হাঁটা দিলেন বাড়ির দিকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্কুলের প্রিন্সিপালের ডিম চুরির ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়। রিখর গ্রামের একটি মাধ্যমিক স্কুলে মিড ডে মিলের জন্য আসা বরাদ্দ রসদ থেকেই ডিম সরাচ্ছিলেন প্রিন্সিপাল। এক ব্যক্তি গোপনে সেই ভিডিয়ো রেকর্ড করে নেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেই ভিডিয়ো।

ভিডিয়ো সামনে আসতেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর। অভিযুক্ত প্রিন্সিপাল সুরেশ সাহানিকে নোটিস পাঠানো হয়। কেন তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়।

যদিও প্রিন্সিপালের দাবি, তিনি মোটেও বাড়িতে ডিম নিয়ে যাচ্ছিলেন না। স্কুলের রাঁধুনিকে দেওয়ার জন্যই ব্যাগে করে ডিম নিয়ে যাচ্ছিলেন। এদিকে, বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন, প্রিন্সিপালকে পদ থেকে সরানোর দাবি জানান। গোটা বিষয়টির তদন্ত করছে শিক্ষা দফতর।