Tollywood Movie: ১৯৫০-এর যোগ, লুকিয়ে থাকা পরিচয় খুঁজবেন ঋত্বিক-ইন্দ্রনীল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 01, 2022 | 1:10 PM

Tollywood Movie: একটু পিছিয়ে যাওয়া যাক। চলে যাওয়া যাক ১৯৫০ সালে। না ট্রাইম ট্র্যাভেল নয়। পরিচালক রণরাজের নতুন ছবি 'পরিচয় গুপ্ত'তে উঠে আসছে এমনই এক প্রেক্ষাপটের ছবি।

Tollywood Movie: ১৯৫০-এর যোগ, লুকিয়ে থাকা পরিচয় খুঁজবেন ঋত্বিক-ইন্দ্রনীল
লুকিয়ে থাকা পরিচয় খুঁজবেন ঋত্বিক-ইন্দ্রনীল

Follow Us

একটু পিছিয়ে যাওয়া যাক। চলে যাওয়া যাক ১৯৫০ সালে। না ট্রাইম ট্র্যাভেল নয়। পরিচালক রণরাজের নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’তে উঠে আসছে এমনই এক প্রেক্ষাপটের ছবি। যে ছবি হদিশ দেবে মানুষের মধ্যে লুকিয়ে থাকা পরিচয়ের। নামেই রয়েছে টুইস্ট, রয়েছে থ্রিলারের যাবতীয় সরঞ্জামও।

কাস্টিংও বেশ মনোগ্রাহী। দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। থাকবেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তও। এখানেই শেষ নয়। থাকছেন অভিনেতা জয় সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী ও দর্শনা বণিকও। জানা যাচ্ছে, ১৯৫০ সালের ঘটনায় এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কেলজিস্ট এর গল্প।

ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য, “পরিচয় গুপ্ত এই নাম টা থেকে বোঝা যাচ্ছে কোনো কিছুর সিক্রেট আইডেন্টিটি। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেনটিটি থেকে থাকে। কিন্তু হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে নিজেরা আটকে রাখে”।

ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী। প্রযোজক পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড। এপ্রিলের প্রথম দিনেই শুরু হয়েছে সেই ছবির শুটিং। শুটিং হচ্ছে বর্ধমানে। ঋত্বিক চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেতা। অন্যদিকে বলিউড-টলিউড সমানতালে সামলান অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বিগত বেশ কিছু মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন যদিও চর্চায়। নাম জড়িয়েছে টলিপাড়ার এক অভিনেত্রীর সঙ্গে। তবে সে সব সরিয়ে রেখে তিনি ব্যস্ত শুটে। দর্শনাও কিছুদিন আগেই সেরেছেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনের সঙ্গে শুটিং। টলিপাড়ার ব্যস্ত অভিনেতাদের নিয়ে রণরাজের এই নতুন ছবি দর্শক মনে কতটা প্রভাব ফেলবে তা তো উত্তর দেবে সময়।

আরও পড়ুন- কাকাকে নিয়ে ‘মিথ্যাচার’ রণবীরের? ভাইপোর কথা মানলেনই না রণধীর!