Rukmini Maitra: ছুটির মেজাজে রুক্মিনী, নতুন ছবি পোস্ট করেন টলিপাড়ার বিনোদিনী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 10, 2022 | 3:41 PM

Unseen Picture: কখনও রিল, কখনও আবার ছবি, কখনও ডেট, কখনও আবার সমুদ্র সৈকতে একাকী পোস্ট, দেখা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল, ভক্তরা লাইকে ভরিয়ে তোলে।

Rukmini Maitra: ছুটির মেজাজে রুক্মিনী, নতুন ছবি পোস্ট করেন টলিপাড়ার বিনোদিনী
রুক্মিণীকে কোন জিনিস সবচেয়ে খুশি করে

Follow Us

দেবের সঙ্গে এখন ছুটির মেজাজে রুক্মিনী মৈত্র। একের পর এক ছবি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে বাইরাল। টলিপাড়ার এই হিট জুটি মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন সময় সুযোগ বুঝে। না, কাছেপিঠে নয়, এবার গন্তব্য গ্রীস। কখনও আফ্রিকা, কখনও আবার মলদ্বীপ, দেব বরাবরই বিদেশ বিভুঁয়ে সময় কাটাতে পছন্দ করেন। ছুটির নাগাল পেলেই হল। এই জুটিকে পায় কে। বছরে একটা ট্রিপ হওয়া চাই। আর তাই এবার ব্যস্ততম বছরে খানিক সময় পেতেই তাঁরা পা বাড়ালেন এক সুন্দর সফরে। গ্রীস মানেই যে চেনা ছবিগুলো সকলের নজরে চলে আসে সবার আগে, এবারও ঠিক তেমনি চেনা ফ্রেমে ধরা দিলেন সেলেব জুটি। দুজনের সোশ্যাল মিডিয়ার পোস্টেই দেখা মিলল নানা মুহূর্তে।

রুক্মিনী মৈত্র ঠিক যেন ছবির পর্দার নায়িকা। রিল রিয়েল গুলিয়ে ফেলার উপক্রম, এমনই সুন্দর লাগছে তাঁকে প্রতিটা ফ্রেমে। চলতি বছরে মোট তিনটি ছবি মুক্তি পেয়েছে দেবের। রুক্মিনীও বেশ কয়েকটি কাজের সঙ্গে যুক্ত। সদ্য মুক্তি পেয়েছে তাঁর বিনোদিনী লুক। যা দেখা মাত্রই সকলেই প্রশংসা করেছেন। রুক্মিনীর এই ছবির কাজ শুরু হবে চলতি বছর ডিসেম্বর মাসেই। তারই আগে পুজোর শেষ পথে বেরিয়ে পড়লেন জুটিতে।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন তাঁরা। কখনও রিল, কখনও আবার ছবি, কখনও ডেট, কখনও আবার সমুদ্র সৈকতে একাকী পোস্ট, দেখা মাত্রই ঝড়ের গতিতে তা ভাইরাল, ভক্তরা লাইকে ভরিয়ে তোলে। ট্রিপ থেকে ফিরেই আবারও কাজে ফেরা। লাইট ক্যামেরা অ্যাকশন, সম্প্রতি এই জুটিকে ডান্স রিয়ালিটি শো-তেও দেখা যায় একসঙ্গে বিচারকের আসনে বসতে। সেখানেও তাঁদের সম্পর্কের সমীকরণ, খুনসুটি সকলের নজর কাড়ে।

Next Article