২৭ জুন তাঁর জন্মদিন। তিনি অর্থাৎ অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। জন্ম মাস চলছে। তাই ভাল মুডে রয়েছেন নায়িকা। কিন্তু আলমারি খুলে বসে তাঁর মনে হচ্ছে, কোনও পোশাকই পরার মতো নয়!
এ তো মহিলাদের হামেশাই হয়, নাকি? অনেকে আবার এ নিয়ে মজাও করেন। যত পোশাকই থাকুক, কোথাও যেতে হলেই মনে হয়, কিছুই তো নেই, কী পরব? রুক্মিণীরও হয়তো তেমনটাই মনে হয়েছে।
তবে এ বছর জন্মদিনে কোথাও যাওয়ারও নেই। বাড়িতেই থাকতে হবে। করোনা পরিস্থিতি অন্তত বাইরে যাওয়ার উপায় রাখেনি। সে কথাও জানিয়েছেন রুক্মিণী। তাই বাড়িতেই হবে জন্মদিনের সেলিব্রেশন।
লকডাউনে অন্য সকলের মতোই গৃহবন্দি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। মুম্বইতে শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে মন ভাল রাখছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ রুক্মিণী। কখনও অনুরাগীদের প্লাজমা দানের উপকারিতার কথা বোঝান। কখনও এই দুঃসময়ে মানসিক ভাবে ভাল থাকার টোটকা দেন। পাশাপাশি নিজেকে ভাল রাখতে তাঁর সঙ্গী আমাইরা। রুক্মিণীর দাদার মেয়ে আমাইরা। পিসি-ভাইঝির জুটি আসলে বন্ধুত্বের। আপাতত পরিবারের সঙ্গে, বিশেষত আমাইরার সঙ্গে সময় কাটিয়ে ভাল থাকার রসদ খুঁজে নিচ্ছেন রুক্মিণী।
আরও পড়ুন, ‘মা, তুমিই আমার ঈশ্বর’, পদ্মাবতীর প্রয়াণে লিখলেন মল্লিকা