Sabyasachi Chowdhury: জন্মাষ্টমীতে গড়ের মাঠে ‘শ্রীকৃষ্ণ’ দর্শন ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচীর! হল এক অদ্ভুত অভিজ্ঞতা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 20, 2022 | 1:59 PM

Sabyasachi Chowdhury: শুধু কি কৃষ্ণ ঠাকুর? সঙ্গে আবার ছিলেন নাকি 'মা দুর্গা'ও। সে বড়ই বিচিত্র অভিজ্ঞতা। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে?

Sabyasachi Chowdhury: জন্মাষ্টমীতে গড়ের মাঠে শ্রীকৃষ্ণ দর্শন বামাক্ষ্যাপা সব্যসাচীর! হল এক অদ্ভুত অভিজ্ঞতা
জন্মাষ্টমীতে গড়ের মাঠে 'শ্রীকৃষ্ণ' দর্শন 'বামাক্ষ্যাপা' সব্যসাচীর! হল এক অদ্ভুত অভিজ্ঞতা

Follow Us

ভর সন্ধেবেলায় ‘শ্রীকৃষ্ণ’ দর্শন! তাও আবার কলকাতার খাস তালুক গড়ের মাঠে। কী ভাবছেন? এমনটাই হয় কী করে! হয়েছে, দর্শন পেয়েছেন খোদ ‘বামাক্ষ্যাপা’ ওরফে সব্যসাচী চৌধুরীর। শুধু কি কৃষ্ণ ঠাকুর? সঙ্গে আবার ছিলেন নাকি ‘মা দুর্গা’ও। সে বড়ই বিচিত্র অভিজ্ঞতা। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে?

সব্যসাচী লিখছেন, গতকাল সন্ধেবেলায় তুমুল ঝড়বৃষ্টির মধ্যে দিয়েই গাড়ি করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎই গাড়ির টায়ারে সমস্যা দেখা দেয় তাঁর। ভিক্টোরিয়ার সামনে থেকে বাঁক নিয়ে গড়ের মাঠে গিয়ে দাঁড়াতেই সেই অদ্ভুত কাণ্ড! সব্যসাচী লিখছেন, “পিছনদিকে হেঁটে যেতে হল না, হাওয়াতেই ধাক্কা মেরে আমায় পেছনে পাঠিয়ে দিল। নাকের ডগায় চশমা এঁটেও চাকাতে কিছুই খুঁজে পেলাম না। ফের গাড়িতে উঠতে যাব হঠাৎ দেখি কৃষ্ণঠাকুর মাথায় হেলমেট পরে হাতে বাঁশি নিয়ে মাঠের ধার দিয়ে দৌড়চ্ছেন।”

এখানেই কিন্তু শেষ নয়। তিনি দেখেন ওই জল-কাদার মধ্যেই সেই কৃষ্ণঠাকুর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে সামলে নিয়ে গাছের আড়ালে হারিয়ে গেলেন। জন্মাষ্টমীর দিনেই কিনা কৃষ্ণদর্শন! এ সব ভাবতেই ভাবতেই একটু এগিয়েছেন এমন সময়েই অভিনেতার চোখে পড়ল আরও এক দৃশ্য। সব্যসাঈ যোগ করেন, “… হাওয়ার ধাক্কায় আরও কয়েক পা এগিয়ে উঁকি মেতে দেখি, ও হরি! উনি একা নন। দেবী দুর্গাও আছেন। দুজনে ছাতা মাথায় দিয়ে কাউন্টারে সিগারেট খাচ্ছেন।” হেলমেট পরা কৃষ্ণের সিগারেট খাওয়া দেখতে দেখতে যখন প্রায় ভিরমি খাবেন তিনি হঠাৎই ক্লাইম্যাক্স এদ এসে উপস্থিত হল তাঁর সামনে। কাছে দাঁড়ানো গাড়ির দিকে নজর পড়ল তাঁর। দেখলেন, পিছনের ডালা খুলে ঝুঁটি বাঁধা এক লোক গাবদা ক্যামেরা তাক করে বসে আছে। দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধে হল না সব্যসাচীর। তারিখ মিলিয়ে দেখলেন ১৯ অগস্ট। এক ঝটকায় মনে পড়ে গেল ‘আজ আবার ফটোগ্রাফি ডে’-ও বটে। ঝড়জলের চুলোয় যাক, ফটোশুটের তাগিদেই যে আগমন হয়েছিল কৃষ্ণ ও দুর্গা সাজে দুই তরুণ-তরুণীর তা পরিষ্কার হয়ে গেল নিমেষেই। তবু, বৃষ্টির কলকাতায়, নির্জন গড়ের মাঠে অমন দৃশ্য– নয়নাভিরাম নাকি চমকে দেওয়ার মতো– এ প্রশ্ন কিন্তু রয়েই যায়।

কিছু মাস আগেই শেষ হয়ে সব্যসাচীর ধারাবাহিক ‘সাধক বামাখ্যাপা’। ওই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁকে দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এক সিরিজেও। সিরিজের নাম ‘ভাগাড়’। কলকাতার বুকে ভাগাড় কাণ্ডই আরও একবার জীবিত হয়ে উঠবে ওই সিরিজের মধ্যে দিয়ে। সিরিজে তিনি রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। টিভিনাইন বাংলা আগেই প্রকাশ্যে এনেছিল ওই সিরিজে সব্যসাচীর লুক।

 

 

Next Article