সবে শুটিং শুরু হয়েছে, তবে এরই মধ্যে জিৎ-রুক্মিণীর আগামী ছবি ‘ব্যুমেরাং’ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত সত্যম ভট্টাচার্য। নেপথ্যে কোন কারণ? এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছু দিন ধরেই, এ বার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন সত্যম। জানালেন এত বড় ব্রেক পেয়েও কেন সরে আসার সিদ্ধান্ত? সত্যম জানান বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ তিনি আক্রান্ত Viiral Haemorrhagic Conjunctivitis- অসুখে।
তাঁর কথায়, “চেষ্টা করেছিলাম নিজেকে সুস্থ করার। পরিচালক থেকে প্রযোজক সকলেই শুটিং শুরুর আগের দিন অবধি আমার পাশে থেকেছেন। কিন্তু না, আমি ঠিক হতে পারিনি, আর রোগটাই এমন যে আমার কারণে অন্যদেরও হতে পারে। আর সেই কারণেই সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।” ওই ছবিতে সত্যমের বিপরীতে থাকার কথা ছিল দেবচন্দ্রিমা সিংহরায়ের। তিনি থাকলেও সত্যমের বিপরীতে থাকছেন কে? তিনি সৌরভ দাস। সত্যম শুভেচ্ছা জানিয়েছেন তাঁকেও। এরই পাশাপাশি জিৎ থেকে শুরু করে অম্বরীশ ভট্টাচার্য, রুক্মিণী সকলকেই আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, জিতের শেষ ছবি ছিল চেঙ্গিজ। ওই ছবি মোটের উপর ভাল ব্যবসা করেছিল। আরও এক মশালা ছবিতে জিৎ। ছবির শুটের আগে কালীঘাটে পুজো দিতেও দেখা গিয়েছে তাঁকে। জিৎ-রুক্মিণী জুটি দর্শকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।