Sayantika Banerjee: সদ্যজাতকে কোলে নিয়ে সায়ন্তিকা, ছবি সামনে আসতে কী বলছে নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2023 | 5:18 PM

Sayantika Banerjee: বাঁকুড়ার মানুষের পাশে আছেন বলেও দাবি করলেন অভিনেত্রী, পোস্টে তা স্পষ্ট করেও দিলেন। লিখলেন পাশে আছি বাঁকুড়া''। এই ছবি দেখে কেউ যেমন লিখলেন 'বাহ বেশ সুন্দর', আবার কেউ কেউ ব্যঙ্গ করতেও পিছপা হলেন না। কারও কথায় 'ন্যাকামো'।

Sayantika Banerjee: সদ্যজাতকে কোলে নিয়ে সায়ন্তিকা, ছবি সামনে আসতে কী বলছে নেটপাড়া

Follow Us

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সদ্য বাংলাদেশ থেকে ফিরেছেন তিনি। তারই মাঝে প্রচার মুখী অভিনেত্রী। তৃণমূল নেত্রী এবার মন দিলেন তাঁর দলের কাজে। বাঁকুড়ার মানুষদের কাছে গিয়ে জানলেন তাঁদের সমস্যা। কথা বললেন। ঘরের মেয়ের মত সকলের পাশে থাকার আশ্বাসও দিলেন। আর সেখানের প্রচার মাঝেই এক অন্যরূপে ধরা দিলেন সায়ন্তিকা। যে ছবি ফ্রেমবন্তি হতেই তা সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়ল। এক সদ্যজাতকে কোলে তুলে নিলেন অভিনেত্রী তথা নেত্রী। ঘুমন্ত শিশুকে নিলেন বুকে জড়িয়ে। এই ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাস মিডিয়ায় ভক্তদের ভিড়। বাঁকুড়ার মানুষের পাশে আছেন বলেও দাবি করলেন অভিনেত্রী, পোস্টে তা স্পষ্ট করেও দিলেন। লিখলেন পাশে আছি বাঁকুড়া”।

এই ছবি দেখে কেউ যেমন লিখলেন ‘বাহ বেশ সুন্দর’, আবার কেউ কেউ ব্যঙ্গ করতেও পিছপা হলেন না। কারও কথায় ‘ন্যাকামো’। এক কর্মী সায়ন্তিকার এই উপস্থিতিতে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”আজ আমাদের ছাতনা বিধানসভায় বাংলার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ন্যায্য বকেয়ার দাবিতে প্রতিবাদ মিছিলে দিদির প্রতি মানুষের যে ভালোবাসা দেখলাম দিদি বাঁকুড়ার ঘরের মেয়ে তাই বাঁকুড়া বলছে দিদিকে বাঁকুড়ার আরো ভালো জায়গায় দেখতে চাই। তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি পাশে আছি।”

সায়ন্তিকাকে মাঝে মধ্যেই তৃণমুলের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে দেখা যায়। যদিও অভিনয় থেকে সরে যেতে নারাজ তিনি। নিজের কাজের জায়গাটাও বজায় রাখতে চান অভিনেত্রী। যদিও সম্প্রতি বাংলাদেশ থেকে ডাক পেয়েও সে যাত্রা সফল হল না। কারণ শেষ পর্যন্ত প্রযোজক-পরিচালকের সঙ্গে বচসার জেরে ছবি থেকে নাকি বাদ পড়তে হয় অভিনেত্রীকে। অন্তত পক্ষে বাংলাদেশের সংবাদ মাধ্যম তেমনটাই দাবি করেছে।

Next Article