পুজো শেষ। উৎসবের আমেজ কাটিয়ে এবার কাজে ফিরতে হবে সবাইকে। যাঁর যা কাজ তাতে আবার মনোনিবেশ। মা দুর্গার এক বছর পর আসার অপেক্ষা নিয়ে শুরু দৈনন্দিন কাজ। সেলিব্রিটিরাও এই আওতার বাইরের নন। সকলেই আবার কাজে ফিরেছেন। তবে কেউ কেউ পুজোয় অতিরিক্ত কাজ করে এবার একটু ছুটির মেজাজে। অভিনেত্রী সোহিনী সরকার। পুজোর মধ্যে ছিল তাঁর জন্মদিন। ১ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। বিশেষ দিনে তিনি পরিবারে সঙ্গে গিয়েছিলেন বেড়াতে। প্রতি বছরের মতো সেই দিনও তিনি অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগযোগ করতে লাইভে এসেছিলেন। বছরে একবার লাইভ করলে যা হয়, তিনি প্রথমে বিষয়টা নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন। পাশ থেকে বন্ধুরা মজা করছিল, আর তিনি মজার ছলে তাঁদের বকাও দিচ্ছিলেন। তারপর পুরোপুরি ধাতস্থ হয়ে ভক্তদের প্রশ্নের দিচ্ছিলেন উত্তর।
মা দুর্গার মতো আবার এক বছর পর ভক্তরা সরাসরি তাঁকে পাবেন লাইভে। এর পর শুধুই তাঁর নানা মুহূর্ত বাগ করবেন সোহিনী। যেমন আজ করেছেন, স্মাইলি দেওয়া টি-শার্ট পরে (যেটা তিনি জন্মদিনের লাইভেও পরেছিলেন। বৃষ্টির জন্য ইচ্ছে থাকলেও শাড়ি পরতে পারেননি জানিয়েছিলেন সোহিনী লাইভে) আড়মোড়া ভাঙছেন এমন একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে হ্যাশট্যাগওয়ার্কমোড দিয়ে ক্যাপশন, ‘এবার গাই কাজে ফেরার গান’।
তাঁর কাজে ফেরার এই সুন্দর ছবি দেখে মন্তব্য বাক্সে ভক্তরা জানিয়েছেন ভালবাসা। এক ভক্ত লিখেছেন, ‘জয় গুরু, জয় গুরু…মন দিয়ে হোক কাজ শুরু’। আর এক ভক্ত কাব্য করে নানা ইমোজি দিয়ে লিখেছেন, ‘কারওর কল্পনা তুমি, কারওর অন্তরে তুমি। শত রূপে তুমি সবার সামনে’। কিন্তু ছবি, ভিডিয়ো পোস্ট করলেও সোহিনী ভক্তদের কোনও কিছুরই উত্তর দেন না। এবারও দিচ্ছেন না। এই বিষয়ে তাঁর প্রবল অনীহা। তা অবশ্য এতদিনে তাঁর ভক্তরা জেনে গিয়েছেন। তাই বছরের বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন তাঁরাও। মা দুর্গা তো একবারই দর্শন দেন!