টলিউডের ‘লক্ষ্মী ছেলে’ উজান গঙ্গোপাধ্যায়। অন্যদিকে গ্ল্যামারাস নায়িকা লহমা ভট্টাচার্যও কোনও অংশে কম যান না। নবাগতা হলেও ইতিমধ্যেই তাঁর গ্ল্যামারে ঘায়েল অনেকেই। জিতের সঙ্গে প্রথম ছবি, পরের ছবিতে আবার একজোড়া নায়ক– তাঁর কেরিয়ার গ্রাফ যে বেশ ভালই সে কথা স্বীকার করে নেবেন নিন্দুকেরাও। বাতাসে ভেসে বেড়ানো খবর বলছে, লক্ষ্মী ছেলে আর তন্বী লহমাই নাকি টলিপাড়ার নতুন জুটি। ভাবতে বসবেন না যেন, ‘প্রেম-টেম’। সবটাই পর্দার ওপারে। শোনা যাচ্ছে, পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবিতে নাকি দেখা যাবে উজান ও লহমা। তাই যদি হয় তবে দর্শক দেখতে পাবেন এক টাটকা জুটিকে।
সত্যিই কি তাই? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিলেন পরিচালকের সঙ্গে। পরিচালক অবশ্য এ কথাকে মান্যতা দিতে একেবারেই নারাজ। সাফ জানালেন, “ছবিটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনও কাস্টিংই এখনও চূড়ান্ত হয়নি। সবে প্রাথমিক কাজ গুলো সারা চলছে। উজান বা লহমা কেউই থাকবেন কিনা তা এখনও ঠিকই হয়নি।” সব ঠিক হয়ে শুটিং শুরু হতে কত দেরি? পরিচালক জানালেন, দিন গড়িয়ে লেগে যাবে সামনের বছর। তবে ওই যে, কথাতেই তো বলে, যা রটে তার কিছু তো ঘটে।
উজানের প্রথম ছবি ‘রসগোল্লা’ বেশ হিট হয়েছিল। তাঁর সাম্প্রতিক মুক্তি ‘লক্ষ্মী ছেলে’ সমালোচকদের দরবারে বেশ প্রশংসিত। যদিও মুক্তির পর ওই ছবি নিয়ে চলেছিল বিতর্ক। অন্যদিকে লহমাও ক্রমে পায়ের তলার মাটি শক্ত করছেন। টলিউডে বহুদিন হিরো-হারা। হিরোইনও সেই মিমি-নুসরত-শুভশ্রীই। মন্দার বাজারে যদি উজান-লহমা জুটি বাঁধেনই, দর্শকদের পাল্টা প্রশ্ন, “হলেই বা মন্দ কী”?