Sreelekha-Jisshu: নাটকের মঞ্চে শ্রীলেখা ও যিশু; তবে এদেশে নয়, বিদেশে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 04, 2022 | 5:20 PM

Theatre at Atlanta: যে নাটকে যিশু-শ্রীলেখা অভিনয় করেছিলেন, সেটির নাম 'ক্রেডিট কার্ড'। নির্দেশনায় সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহো।

Sreelekha-Jisshu: নাটকের মঞ্চে শ্রীলেখা ও যিশু; তবে এদেশে নয়, বিদেশে...

Follow Us

নায়ক-নায়িকা হয়েছেন নাটকের মঞ্চে – শ্রীলেখা মিত্র এবং যিশু সেনগুপ্ত। তবে এ রাজ্যের মঞ্চে নয়। এমনকী, এ দেশের মঞ্চেও হয়। বিদেশের মঞ্চে। সেই সুদূর আতলান্তায়। কিছু ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। তাতে দেখা যাচ্ছে, বিদেশের সেই মঞ্চে জমিয়ে অভিনয় করছেন শ্রীলেখা-যিশু। কখনও যিশুর পরনে নস্যি রঙের শার্ট। কখনও শ্রীলেখা সাদা টপে। কখনও বিচওয়্যারে অভিনেত্রী। বিদেশি টেকনিশিয়ান এসে ঠিক করে দিচ্ছেন সাজ। এমন ছবিও পোস্ট করছেন শ্রীলেখা।

আসলে যে ছবিগুলি শ্রীলেখা শেয়ার করেছেন তাঁর ফেসবুকে, সেগুলি আজকের নয়। বহুকাল আগের। ২০০৭ সালের। আতলান্তায় এনএবিসিতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানেই একটি নাটকে অংশগ্রহণ করেছিলেন যিশু সেনগুপ্তর সঙ্গে। নাটকের নির্দেশনা দিয়েছিলেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহো। যাঁদের নির্দেশনায় পরবর্তীকালে ‘মায়ের বিয়ে’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলেখা।

যে নাটকে যিশু-শ্রীলেখা অভিনয় করেছিলেন, সেটির নাম ‘ক্রেডিট কার্ড’। অনেক বছর পর ছবিগুলো হাতে পেয়ে নস্ট্যালজিয়ায় ভেসেছেন শ্রীলেখা.. পোস্ট করে যিশু-সুদেষ্ণাকে পুরনোদিনের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে গিয়েছিলেন শ্রীলেখা। এই প্রথম নয়, আগেও অনেকবার গিয়েছেন তিনি। কিন্তু এবার তাঁর অভিজ্ঞতা হয়েছে অন্যরকম। TV9 বাংলাকে অভিনেত্রী বলেছেন, “আমি এবার যা পেলাম, তা কোনওদিনও ভুলতে পারব না। আমার বাবা আমাকে সৎ হতে শিখিয়েছিলেন। বাবার সেই সততার শিক্ষার পুরস্কার আমাকে ফিরিয়ে দিয়েছেন চন্দননগরবাসী। আমার কাছে এসে জড়িয়ে ধরেছেন বয়স্ক মা-মাসিরা। আদর করেছেন। বলেছেন, তাঁরা আমার জন্য গর্বিত।”

Next Article