Sreelekha Mitra: ভরপুর অন্তরঙ্গতা… সুপুরুষ ব্যক্তির বাহুলগ্না হয়ে ‘দুষ্টুমি’ শ্রীলেখার! রইল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 16, 2022 | 5:20 PM

Sreelekha Mitra: এক হিন্দি ওয়েব সিরিজের শুটিং করছেন শ্রীলেখা। সেই সিরিজে রয়েছে ওই ব্যক্তিও। কলকাতায় হয়েছে শুট। এরপর শুটের জন্য টিম উড়ে গিয়েছে দার্জিলিংয়ে। আর

Sreelekha Mitra: ভরপুর অন্তরঙ্গতা... সুপুরুষ ব্যক্তির বাহুলগ্না হয়ে দুষ্টুমি শ্রীলেখার! রইল ভিডিয়ো
'দুষ্টু' হলেন শ্রীলেখা মিত্র।

Follow Us

‘দুষ্টু’ হলেন শ্রীলেখা মিত্র। শটের ফাঁকে সুপুরুষ ব্যক্তির বাহুলগ্না হয়ে ছড়িয়ে দিলেন রোম্যান্স। কখনও চুম্বন আবার কখনও বা ভরপুর অন্তরঙ্গতা বাদ গেল না কিছুই। কে এই সুপুরুষ ব্যক্তি? নেটিজেনদের সঙ্গে তাঁর পরিচয় অবশ্য আগেই করিয়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি শ্রীলেখার সহ অভিনেতা অজিঙ্ক্য।

এক হিন্দি ওয়েব সিরিজের শুটিং করছেন শ্রীলেখা। সেই সিরিজে রয়েছে ওই ব্যক্তিও। কলকাতায় হয়েছে শুট। এরপর শুটের জন্য টিম উড়ে গিয়েছে দার্জিলিংয়ে। আর সেখান থেকেই সোনু নিগমের গানের শ্রীলেখার রিল ‘দিওয়ানা হ্যায় দেখো’…। লাল জামা, কপালে চুমু… জমাটি প্রেম। অনস্ক্রিন জুটি যে অফস্ক্রিনেও জমে গেছে, এক কথায় স্বীকার করে নিচ্ছেন নেটিজেন।
শ্রীলেখা যেদিন প্রথম অজিঙ্ক্যর সঙ্গে ছবি দিয়েছিলেন নেটিজেনদের একাংশ হয়ে পড়েছিলেন হতাশ। অভিনেত্রী কি প্রেম করছেন, এই প্রশ্নই ঘুরে ফিরে আসছিল তাঁদের মনে। যদিও এই নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা নিজেই। কথা বলেছিলেন টিভিনাইন বাংলার সঙ্গে।

বলেছিলেন, “রিলের উপর কমেন্টগুলো দেখেছ? কে উনি সেই নিয়ে কত প্রশ্ন, প্রথমে তো হ্যাশট্যাগ দিয়েছিলাম, পরে এত কমেন্ট দেখে লিখলাম কো-অ্যাক্টর।” জানিয়েছিলেন, এই মুহূর্তে একাই আছেন তিনি দিব্যি আছেন।

হিন্দি সিরিজ নিয়ে এই মুহূর্তে মুখ খোলা বারণ তাঁর। তবে জানিয়েছিলেন, ছোট ছবি ‘এবং ছাদ’-এর কাজ শেষ করলেন। নিজের লেখালেখি চলছে। তিনি নিজে একটি ওয়েব সিরিজের গল্প লিখছেন। ঠিকঠাক হলে যা হয়তো পরিচালনাও করবেন তিনি। অভিনয়, পরিচালনা, লেখালেখির মধ্যেই তিনি ভাল আছেন। তবে ‘মাঝে-মধ্যে এমন ভিডিয়ো দিয়ে একটু লোকজনকে জ্বালিয়ে দিই আর কি’, হাসতে হাসতে বলেছিলেন নায়িকা। আবারও কি শ্রীলেখা ভিডিয়ো ‘জ্বালিয়ে দেওয়ার জন্য’? কিন্তু কাদের? প্রশ্নটা রয়েই গেল।

 

আরও পড়ুন- Shivam Sharma: মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম! শিবমের পর্দাফাঁস হতেই তীব্র নিন্দার ঝড়

Next Article