Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shivam Sharma: মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম! শিবমের পর্দাফাঁস হতেই তীব্র নিন্দার ঝড়

Shivam Sharma: শো-র অন্য প্রতিযোগী ববিতা ফোগট যদিও শিবমের এই মানসিকতার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, "ওর চিন্তা ভাবনার সঙ্গে কিছুতেই নিজেকে মেলাতে পারছি না। বয়সজনিত সম্মানটাও তো দেওয়া উচিত।"

Shivam Sharma: মায়ের বান্ধবীর সঙ্গে সঙ্গম! শিবমের পর্দাফাঁস হতেই তীব্র নিন্দার ঝড়
শিবম শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 4:48 PM

কথায় বলে, “বয়সের সম্মান দেওয়া উচিত’। কিন্তু কঙ্গনা রানাওয়াতের নতুন রিয়ালিটি শো লক আপের প্রতিযোগী শিবম শর্মা হয়তো এড়িয়ে গিয়েছেন সে সব প্রবাদ বাক্যকে। ওই রিয়ালিটি শো’র মঞ্চে জীবনের যে অন্ধকার সত্যের কথা তুলে তিনি ধরলেনশিবম  তা শুনলে আপনি চমকে যাবেন। মায়ের বান্ধবীর সঙ্গে যৌনাচার করতেন শিবম– প্রকাশ্যেই জানালেন সে কথা। এখানেই শেষ নয় কুস্তীগির ববিতা ফোগট যখন শিবমের এই আচরণের বিরোধিতা করেন তখন পাল্টা যুক্তিও সাজালেন তিনি।

শিবম জানান, তাঁর মায়ের সেই বান্ধবীটি বাড়ির পাশেই থাকতেন। তাঁর এক সন্তানও ছিল। তিনি ছিলেন বিবাহবিচ্ছিনা। পাস্তা রাঁধার নাম করে সেই বাড়ি গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতেন তাঁরা, এমনটা বক্তব্য শিবমের। তিনি বলেন, “আমি খুব ভাল হোয়াইট সস পাস্তা বানাই। তো তাই রান্না করতেই ওই মহিলার যেতাম আমি। আজ থেকে প্রায় ৮/৯ বছর আগেকার কথা। আমি এর মধ্যে দোষের কিছু দেখি না”। তিনি যোগ করেন, “একেই বলে ভালবাসা দাও ও একই সঙ্গে ভালবাসা নাও। ওর জীবন ছিল দুঃখে ভরা। আমি শুধু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।”

শো-র অন্য প্রতিযোগী ববিতা ফোগট যদিও শিবমের এই মানসিকতার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, “ওর চিন্তা ভাবনার সঙ্গে কিছুতেই নিজেকে মেলাতে পারছি না। বয়সজনিত সম্মানটাও তো দেওয়া উচিত। জানি না ওকে কী বলা উচিত আমার।” পাল্টা শিবম যুক্তি দেন, “আমি ভাল দেখতে ছিলাম। ওঁর আমার প্রতি ঝোঁক ছিল। একপাক্ষিক তো কিছু হয়নি। তাহলে সমস্যা কোথায়।” যদিও শিবমের বক্তব্য একে ভালবাসা বলা যায় না, ওই সম্পর্ককে যার যা খুশি নামে ডেকে নিতে পারে। তিনি আরও বলেন, “আমি ওঁকে বা ওঁর পরিস্থিতিকে ব্যবহার করিনি। উনি বিবাহবিচ্ছিন্না ছিলেন, ওর সন্তানও ছিল ৪ বছরের। আমি উল্টে বলতে পারি আমি ছোট ছিলাম বলে উনি আমাকে ব্যবহার করেছেন। ঘটনা তেমন কিছুই নয়। দুজনের ইচ্ছেতেই যা হয়েছে হয়েছে।”

যদিও নেটপাড়া নিন্দার কসুর করেনি। মায়ের বান্ধবীর সঙ্গে কী করে শিবম এমনটা করতে পারেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। শিবম অবশ্য এ বিষয়ে নিরুত্তাপ। যা করেছেন ঠিক করেছেন— এমনটা মনোভাব তাঁর।