গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সির অন্যতম গল্প দূর্গ রহস্য বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। কারণ একটাই, টলিউড অভিনেতা দেব এবার এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর যে গল্প দিয়ে তাঁর এই সাহিত্য নির্ভব গোয়েন্দা গল্পের সফর শুরু তা হল, দূর্গ রহস্য। খবর সামনে আসা মাত্রই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। সকেই এখন প্রথম লুক প্রকাশের অপেক্ষায়। চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা এই ছবির। মে-জুন মাসেই শুটিং শুরু হবে বলেও মিলছে খবর। কিন্তু এ কী পোল্ট মিলল সোশ্যাল মিডিয়ায়? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দূর্গ রহস্যের শুটিং? পরিচালক সৃজিত মুখোপাধ্যায়?
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের করা সম্প্রতি পোস্টে। একটি দূর্গের সামনে দাঁড়িয়ে নিজের টিমকে নিয়ে ছবি শেয়ার করলেন পরিচালক। আর সেই পোস্টের হ্যাশট্যাগেই জায়গা করে নিল ছবির নাম। যা চোখে পড়া মাত্রই শোরগোল নেটপাড়ায়। তিনি লেখেন, ‘#দুর্গ রহস্য, #আমার নিজের শর্ত বাঁচব।’
এই পোস্ট দেখা মাত্রই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি এবার একই ছবি মুখোমুখি টক্করে সামিল? কারণ দেবের ছবির পরিচালনায় রয়েছে বিরসা দাশগুপ্ত। ভক্তদের প্রশ্নের পাহাড় এখান থেকেই শুরু হয়, তবে কি এবার একই ছবি তৈরি হচ্ছে দুই পরিচালকের হাতে! দেব যদি বিরসার ব্যোমকেশ হয়, তবে সৃজিতের ব্যোমকেশ কে? একজন লিখে বসলেন, ‘ইন্ডাস্ট্রির কী অবস্থা! একটি ঘোষণা হওয়ার পরও আবার একই শিরোনামে অন্য ঘোষণা।’
কেউ আনন্দ প্রকাশ করে আবার লিখলেন- ‘অনেক দিন অপেক্ষা করে আছি কিছু ভালো পাওয়ার! আশা করি নিরাশ হবো না! অনেক অনেক ভালোবাসা’। কেউ আবার সরাসরি প্রশ্ন করে বসলেন- ‘দূর্গ রহস্য কি দুটো হচ্ছে?’