মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।ডিসেম্বরেই আসবে নতুন অতিথি। এরই মধ্যে সম্প্রতি মুম্বই গিয়েছিলেন তিনি। উপলক্ষ একটি অ্যাড শুট। ফিরেছেন গতকাল অর্থাৎ শনিবার। এয়ারপোর্টে তার ভিডিও ভাইরাল হয়েছিল আর ফিরতেই স্ত্রীকে বহুদিন পর কাছে পেয়ে তাকে আদরে ভরালেন রাজ চক্রবর্তী। ভিডিয়োটি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। ভিডিয়োতে দেখা যাচ্ছে নো মেকআপ লুকে শুভশ্রীকে ক্রমাগত গালে চুমু খাচ্ছেন রাজ। শুভশ্রীর ক্যাপশন বলছে, ‘ আদুরে সন্ধে’।
আর মাত্র কিছু দিন পরেই রাজ চলে যাবেন মুম্বই। ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এক ছবি নিয়ে মিটিং রয়েছে তাঁর। সববকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে হিন্দি ছবিতেও দেখা যাবে রাজের রাজত্ব। তবে তার আগে স্ত্রীকে কিছুতেই কাজ ছাড়া করতে চাইছেন না পরিচালক। শুধু পরিচালকই নয়, প্রেগন্যান্সির শেষ পর্যায়ে শুভশ্রীকে আগলে রয়েছেন তাঁর কাছের বন্ধুরাও। সেই ছবিও শেয়ার করেছেন নায়িকা। সব মিলিয়ে এই প্রেগন্যান্সি জার্নি যে তিনি দারুণ উপভোগ করছেন, সেই ইঙ্গিতই যেন দিচ্ছে এইসব মুহূর্ত।
কিছু দিন আগেই ছেলে ইউভানের জন্মদিন ছিল। জন্মদিনের পার্টি ঘরোয়া ভাবেই উদযাপন করেছিলেন তাঁরা। ছেলের বন্ধুরা, কিছু কাছের মানুষ হাজির ছিলেন সেই পার্টিতে। হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পার্টির থিম ছিল সুপার হিরো। সেই মতোই ছোট্ট ইউভান সেজেছিল ব্যাটম্যানের সাজে। শুভশ্রী রাজা পরেছিলেন কালো পোশাক। সবমিলিয়ে জমে উঠেছিল সেই রাতপার্টি। এর আগে শুভশ্রীর প্রেগন্যান্সি জার্নি নিয়ে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। তিনি জানিয়েছিলেন, শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি মোটেও আনপ্ল্যান্ড নয়। সব কিছু পরিকল্পনা মাফিকই হয়েছে। ইচ্ছে ছিল আগেই। বুঝেছিলেন, তাঁদের প্রথম সন্তানের একজন খেলার সঙ্গী দরকার। সেই কারণেই ইউভান জন্মের প্রায় তিন বছর পর মা হতে চলেছেন রাজের ‘পরিণীতা’। আপাতত অপেক্ষা আরও দুই মাস। এর পরেই তিন থেকে চার হবেন তাঁরা।