Subhashree-Raj: ১২ টি সন্তান হবে শুভশ্রীর! নায়িকাকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করল কে?

Subhashree-Raj: মা হতে আর বেশিদিন বাকি নেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে। তাঁর এক ছেলে রয়েছে, এ কথা সকলেরই জানা। দ্বিতীয় সন্তান মেয়ে হোক, এমনটাই ইচ্ছে নায়িকার, সে কথা আগেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। কিন্তু তাই বলে ৪ টে ছেলে, ৮টা মেয়ে! মোট নাকি ১২টি সন্তানের জন্ম দেবেন শুভশ্রী-- এমন ভবিষ্যদ্বাণীই এবার এল তাঁকে ঘিরে! করলেন কে?

Subhashree-Raj: ১২ টি সন্তান হবে শুভশ্রীর! নায়িকাকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করল কে?
রাজ-শুভশ্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 8:00 PM

মা হতে আর বেশিদিন বাকি নেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে। তাঁর এক ছেলে রয়েছে, এ কথা সকলেরই জানা। দ্বিতীয় সন্তান মেয়ে হোক, এমনটাই ইচ্ছে নায়িকার, সে কথা আগেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। কিন্তু তাই বলে ৪ টে ছেলে, ৮টা মেয়ে! মোট নাকি ১২টি সন্তানের জন্ম দেবেন শুভশ্রী– এমন ভবিষ্যদ্বাণীই এবার এল তাঁকে ঘিরে! করলেন কে? শুনলে হাসি কিছুতেই চেপে রাখতে পারবেন না।

‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারক ভূমিকায় ছিলেন শুভশ্রী। সেখানেই মজার অ্যানিমেটেড চরিত্র কেকে আর সাকী। এক পর্বে তারাই ওখানকার সমস্ত বিচারকের ভবিষ্যদ্বাণী করছিল। ওই শো-য়ে গ্র্যান্ড মাস্টার ওরফে মহাগুরুর ভূমিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনিই তাঁদের নির্দেশ দেন শুভশ্রীকে নিয়েও ভবিষ্যদ্বাণী করার। তাঁরা বলে ওঠেন, আজ থেকে ১৫ বছর পর নাকি শুভশ্রীর এক সুন্দর বাড়ি হবে। শুধু কি তাই? হবে ৪-৪টি দুষ্টু-মিষ্টি ছেলে আর ৮টি গোলগাল মেয়ে। এ কথা শুনে আঁতকে ওঠেন শুভশ্রী। এতগুলো সন্তান জন্ম দেওয়া কি মুখের কথা! ওদিকে মহাগুরুও হাসি চেপে রাখতে পারেননি। হাসতে হাসতে তিনি বলেন, “ওটা তো আর বাড়ি থাকবে না।” ২০২০ সালে প্রথম সন্তান ইউভানের জন্ম দেন শুভশ্রী। সে সময় তিনি জানিয়েছেন, প্ল্যানিং করে সবটা হয়নি। হঠাৎ করেই জানতে পারেন মা হতে চলেছেন। তবে এবারটা আলাদা। এর আগে রাজ চক্রবর্তী তথা পরিচালক ও একাধারে শুভশ্রীর স্বামী জানিয়েছিলেন, এই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা তাঁদের বহুদিন ধরেই ছিল। তাঁদের দু’জনেরই ইচ্ছে ছিল ইউভানের যেন এক খেলার সঙ্গী হয়। অবশেষে সেই সঙ্গী আসতে চলেছে। এখন শুধু দিন গোনার পালা।