Subhashree Ganguly: ‘মহানায়ক’ সম্মান পেয়েই মুখ্যমন্ত্রীকে প্রণাম শুভশ্রীর, বাধা দিলেন মমতা
Subhashree Ganguly: শুধু শুভশ্রী নন, 'মহানায়ক' সম্মান পেয়েছেন কোয়েল মল্লিক, অনির্বাণ ভট্টাচার্যও। শুভশ্রী মঞ্চে উঠতেই সঞ্চালক মনে করিয়ে দেন জার্নির কথা।
উত্তমকুমারের প্রয়াণ দিবসে টলিপাড়ার একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। এঁদের সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা সহ প্রত্যেকেই প্রথমে মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিচু হতেই তাঁকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। কেন শুভশ্রীকে প্রণামে নিষেধ তাঁর? এই মুহূর্তে শুভশ্রী গর্ভবতী। চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। তাই শুভশ্রী নিচু হতে গেলেই তাঁকে হাত দিয়ে উঠিয়ে দেন মমতা। তাঁর এই কাজ ভাল লেগেছে নেটিজেনদের। ব্যস্ততার মধ্যেও তাঁর যে মনে আছে সমস্ত খুঁটিনাটি তা দেখেই নেটিজেনরা করেছেন ইতিবাচক মন্তব্য।
তবে শুধু শুভশ্রী নন, ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন কোয়েল মল্লিক, অনির্বাণ ভট্টাচার্যও। শুভশ্রী মঞ্চে উঠতেই সঞ্চালক মনে করিয়ে দেন জার্নির কথা। দেবের সঙ্গে চ্যালেঞ্জ ছবির মধ্যে দিয়েই জনপ্রিয়তা পান তিনি– এ কথাও মনে করিয়ে দেওয়া হয় মঞ্চে। স্মরণ করিয়ে দেওয়া হয়, শুভশ্রী দীর্ঘদিনের জার্নির কথাও।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রেগন্যান্সির পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। বোল্ড ফটোশুট থেকে শুরু করে বাইরে ভ্রমণ– বাদ নেই কিছুই। এর আগে শুভশ্রীর প্রেগন্যান্সি জার্নি নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। বলেছিলেন, “আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।” আপাতত ডিসেম্বরের দিকেই তাকিয়ে গঙ্গোপাধ্যায় ও চক্রবর্তী পরিবার, তখনই যে আসবে নতুন অতিথি।
View this post on Instagram