বৃহস্পতিবারই সকলকে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সকলেই অপেক্ষায় দিনগুনছিলেন। স্থির ছিল নভেম্বরেই সন্তানের জন্ম দেবেন তিনি। নির্দিষ্ট সময়ই লক্ষ্মী এল ঘরে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। দ্বিতীয়বার বাবা হলেন রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার সকালেই রাজ চক্রবর্তীর হাত ধরে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শেয়ার করেছিলেন সেই ছবি। এবার রাত পোহাতেই হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সূর্যোদয়ের ছবি। তিনি সুস্থই রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই মেয়ের নাম সকলের সামনে এনেছিলেন তিনি। রাজ শুভশ্রী প্রথম সন্তান জন্মের তিন বছরের মাথায় স্থির করেন তাঁরা পুনরায় সন্তান নেবেন। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। রাজ চক্রবর্তী ও শুভশ্রী এবার চেয়েছিলেন তাঁদের ঘরে লক্ষ্মী আসুক। তাঁদের সেই স্বপ্নই পূরণ হয়েছে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
ছোট্ট ইউভান এবার থেকে বড় দাদা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। এ দিন শুভশ্রীর সন্তান হওয়ার খবর শেয়ার করে এক টুইট করেছিলেন রাজ নিজেই। তিনি লেখেন, “আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই।” দেখা মাত্রই সকলেই ছোট্ট রাজকন্যাকে স্বাগত জানালেন তাঁরা। ২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। দু’জনে চেয়েছিলেন ইউভানের যেন এক খেলার সঙ্গী আসে। তেমনভাবেই এবার সবটা সম্পন্ন হল। শুভশ্রী এবার শরীরচর্চা থেকে শুরু করে নিজের কাজ, একদিনের জন্যও বন্ধ রাখেননি অভিনেত্রী।