সম্প্রচারিত হল কফি উইথ করণ টক শোয়ের দ্বিতীয় পর্ব। এবার বিশেষ অতিথির তালিকায় ছিলেন ববি দেওল ও সানি দেওল। এই পর্বের একাধিক প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গিয়েছে। করণ জোহার সঞ্চালিত এই টক শোয়ের দ্বিতীয় পর্ব প্রকাশ্যে আস্তে সানি দেওল চর্চার কেন্দ্র জায়গা করে নিলেন। বিভিন্ন রাউন্ডের মাঝে অভিনেতাকে এ কোন প্রশ্ন করে বসলেন করণ? অক্ষয় কুমার সলমন খান ও শাহরুখ খানের ভাল দিক ও খারাপ দিক সম্পর্কে মন্তব্য করতে। বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন সানি দেওল। তাই এবারও খুব একটা রাগ-ঢাক না করে স্পষ্ট জানিয়ে দিলেন মনের কথা। সানি দেওলের মতে শাহরুখ খানের ভাল দিক হল তিনি ভীষণ পরিশ্রমী আর শাহরুখ খানের খারাপ দিক বলতে তিনি স্পষ্ট করে দিলেন তিনি অভিনেতাদের কমোডিটি অর্থাৎ বস্তু মনে করেন। যা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন শাহরুখ খানের বন্ধু করণ জোহর।
এখানেই শেষ নয়, সলমন খানের ভাল দিক উল্লেখ করেন সানি দেওন জানালেন তিনি খুব ভাল মনের মানুষ। আর তাঁর খারাপ দিক হিসেবে স্পষ্ট করে বলে দিলেন, তিনি সবাইকেই শরীরচর্চার (Body Building) মধ্যে আনতে চান। রইল পড়ে অক্ষয় কুমার, সানি স্পষ্ট মন্তব্য করতে এক্ষেত্রেও খুব একটা পিছপা হলেন না অভিনেতা। সানি দেওল স্পষ্ট করে দিলেন, তাঁর সময় জ্ঞান ভীষণ ভাল। তবে খারাপ দিকে রয়েছে তাঁর অতিরিক্ত ছবি করা। সানি দেওল স্পষ্ট করে জানিয়ে দিলেন, অক্ষয় কুমার বড্ড বেশি ছবি করছেন। অক্ষয় কুমারকে নিয়ে করা তাঁর এই মন্তব্য যে অক্ষরে অক্ষরে সত্যিই, তা মেনে নিতে খুব একটা অসুবিধা হয় না। সানি দেওলের সঙ্গে আড্ডায় মাতলেন করণ, এপিসোড সামনে আসতেই সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়।