Subhashree Ganguly-Yuvaan: ইন্দুবালা নাচলেন তমতম, তামিল ছবির ভাইরাল গানে ট্রোলিংও হল বিস্তর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 21, 2023 | 7:33 PM

TumTum Song: সোশ্যাল মিডিয়ায় ভূরি-ভূরি রিল তৈরি হচ্ছে নিয়ত 'তমতম' গানে। সাধারণ থেকে তারকা... সকলেই নাচের স্টেপটি রপ্ত করে ফেলেছেন। মনের আনন্দে রিল তৈরি তাঁরা করছেন। বাদ যাননি 'ইন্দুবালা' শুভশ্রীও।

Subhashree Ganguly-Yuvaan: ইন্দুবালা নাচলেন তমতম, তামিল ছবির ভাইরাল গানে ট্রোলিংও হল বিস্তর
শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Follow Us

সম্প্রতি বাংলা সিনেমায় কী ঘটছে? হইচই ওটিটি প্ল্যাটফর্মে একটি ছবি মুক্তি পেতে চলেছে নারীদিবস উপলক্ষে। ৮ মার্চ মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বউদি ক্যান্টিন’-এ অভিনয় করার পর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এও তিনিই মুখ। এই ছবিতে অভিনয় করতে গিয়ে শুভশ্রীর বিধবা বৃদ্ধার সাজ আমরা দেখে নিয়েছি। এই সবের মধ্যে তামিল ছবি ‘এনিমি’ও ছোট্ট করে জায়গা করে নিয়েছে। ছবির গান ‘তমতম’ এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভূরি-ভূরি রিল তৈরি হচ্ছে নিয়ত। সাধারণ থেকে তারকা… সকলেই নাচের স্টেপটি রপ্ত করে ফেলেছেন। মনের আনন্দে রিল তৈরি তাঁরা করছেন। বাদ যাননি ‘ইন্দুবালা’ শুভশ্রীও।

একটি রিল তিনিও তৈরি করেছেন হট প্যান্ট পরে। নীল ডেনিমের হট প্যান্ট, কালো ব্র্যান্ডেড টি-শার্ট পরে সে কী নাচ শুভশ্রীর। তবে তাঁর সেই রিলে কিন্তু শো-স্টপার শুভশ্রী নন। বরং তাঁর পুত্র বছর দুইয়ের ইউভান। তারও কী নাচ! নাচের স্টেপ না করলেও নিজের মতো নেচেছে ছোট্ট ইউভান।

রিল তৈরি করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, “আমিই কেবল এই সব করছি না। বাকিরাও করছেন। বিশেষ করে আমার ছোট্টটা…”

শুভশ্রীর এই পোস্টের নীচে অনেকেই কমেন্ট করেছেন। পরমব্রত চট্টোপাধ্য়ায় স্বয়ং লিখেছেন, “এটা কারেক্ট আছে। ইউভান সেরা!” কিছু কটাক্ষও ভেসে এসেছে। যেমন, “বাবাইদা, এই মেহুলকে দেখে আবার জন্ম নেওয়ার প্ল্যানিং করছে।” কেউ-কেউ শুভশ্রীর সঙ্গে নাচতে থাকা এক মহিলাকে ট্রোল করে লিখেছেন, “পাশের এই মুটকিটা কে? জঘন্য চেহারা… দেখতেও তেমনই!” কেউ লিখেছেন, “সাদা পোশাকে ছোট্ট হাতি।”

এই সমস্ত ট্রোলিং নিয়ে আবার একজন আফসোসের সুরে লিখেছেন, “সত্যি, এই কমেন্ট সেকশনে না আসলে বুঝতে পারতাম না, নিজেদের মধ্যে জমে থাকা হীনমন্যতাকে মানুষ কীভাবে প্রকাশ করে। মোটা বলে জলহস্তী। কাজের মানুষ নাচ করছে… কাজের মানুষ তাঁদের কাছে ফ্যামিলির মতো হয়ে আছে, এটা সহ্য হচ্ছে না, একটা মেয়ে নিজের ফিগার নিয়ে ভাল আছে, মানুষ খুঁচিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, মানুষ আজকাল সত্যি আর মানুষ নেই।”

Next Article