Sourav Das Secrets: দর্শনাকে না, দাদা সৌরভকেই ‘বউদি’ বলে ডাকেন তাঁর বোন অরুণিমা, পিছনে লুকিয়ে আশ্চর্য কাহিনি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 17, 2023 | 9:10 AM

Sourav-Darshana Marriage: নিজের অদ্ভুত ফ্যাশনের জন্য বারবারই লাইমলাইটে এসেছেন বাঙালি অভিনেতা সৌরভ দাস। তাঁকে অনেকে বাংলার রণবীর সিং বলেও ডাকেন। সেই সৌরভকে তাঁর বোন অরুণিমা 'বউদি' বলে ডাকেন এক অদ্ভুত কারণে। জানিয়েছেন অভিনেতা স্বয়ং।

Sourav Das Secrets: দর্শনাকে না, দাদা সৌরভকেই বউদি বলে ডাকেন তাঁর বোন অরুণিমা, পিছনে লুকিয়ে আশ্চর্য কাহিনি
বোন অরুণিমার সঙ্গে সৌরভ (বাঁ দিকে)।

Follow Us

সৌরভ দাসের চেয়ে ৬ বছর ৯ মাসের ছোট তাঁর বোন অরুণিমা দাস। ভাই-বোনে ভীষণ মিল। দাদা বোনকে চোখে হারায় আর বোনও তাই। তিনি দাদা বলতে অজ্ঞান। এই মিষ্টি রসায়ন তাঁদের ছোটবেলা থেকেই। কিন্তু দুই ভাইবোন একে-অপরের একেবারে উল্টো। তাঁদের মধ্যে মিলের চেয়ে অমিলটাই বেশি। যেমন লেখাপড়ায় কোনওকালেই মন ছিল না সৌরভের। কিন্তু উল্টোদিকে তাঁর বোন অরুণিমা পিএইচডি করছেন। এই ভাই-বোনের ছোট থেকেই অনেক মজার ঘটনা রয়েছে। তারই মধ্য়েই একটি–সৌরভকেই ‘বউদি’ বলে ডাকতেন তাঁর বোন। এর পিছনে আছে মজার কাহিনি।

সম্প্রতি অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে বিয়ে হয়েছে সৌরভের। ১৫ ডিসেম্বর বাইপাসের ধারে জলাসয়ের পাশে এক লনে বসেছিল বিবাহ আসর। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় সেলেব্রিটিরা আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে। শনিবার (১৬ ডিসেম্বর) হুড খোলা ভিন্টেজ গাড়িতে চেপে সদ্য বিবাহিতা স্ত্রী দর্শনা বণিককে তাঁর বাড়িতে নিয়ে এসেছেন সৌরভ। দেখতে গেলে, দর্শনাই অরুণিমার বউদি। কিন্তু দাদাকেই একটা সময় সেই নামে ডাকতেন অরুণিমা।

এর ব্যাখ্যা দিয়েছিলেন সৌরভ নিজেই। তাঁর বাবা-মা দু’জনেই চাকরিরত মানুষ। বোন অরুণিমাকে ক্রেশে রেখে তাঁরা অফিসে যেতেন। সেখানে ছোট্ট অরুণিমার গভার্নেস তাঁর মাকে বউদি বলে ডাকতেন। ডাকটা অরুণিমা বারবার শুনতেন এবং সেই ডাকেই ডাকতে শুরু করেছিলেন সৌরভকে। পর্দার ‘মন্টু পাইলট’ বলেছেন, “বাচ্চারা যেটা শোনে, সেটাই বলে। ওর গভার্নেস আমার মাকে বউদি বলে ডাকতেন। বোন আমাকে সবচেয়ে বেশি ভালবাসে, তাই বউদি বলে আমাকেই ডাকত। এবং সেটা চলেছে ৩-৪ বছর পর্যন্ত। এখন এই সব ঘটনার কথা সবাইকে বলে আমাকে লজ্জায় ফেলে দেয় বিচ্ছুটা।”

Next Article