Abir Chatterjee: প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়মানুবর্তিতা আর নিষ্ঠা শিখলেন শিখলেন আবির
Victor Banerjee: প্রসঙ্গত কেবল বাংলা ছবিতেই আবদ্ধ নন প্রবীণ এই অভিনেতা। বিশ্ব সিনেমারও অংশ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যদিও ইদানীং তিনি দেরাদুনে থাকেন। খুব বেশি তাঁকে কলকাতায় পাওয়া যায় না। তবে তাঁর অভিনীত একের পর এক বাংলা ছবি আজও দর্শকদের হৃদয়ে সযত্নে রাখা আছে।
এ বছর দুর্গাপুজোয় বাংলা ছবির ঢল। ঢল বললে হয়তো কম বলা হয়। বরং বলা ভাল ‘রাজায়-রাজায় যুদ্ধ’। একের পর এক মাল্টিস্টারার ছবি রিলিজ় করছে এই পুজোয়। ‘এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ’। তবে থ্রিলার দিয়ে মন জয় করতে চান পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। ‘রক্তবীজ’-এর সূত্রে বড় পর্দা জুড়ে আসছেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই ছবি শুধুই কি একটি পলিটিক্যাল ড্রামা? পরিচালকদ্বয় অবশ্য বলছেন, থ্রিলারধর্মী এই ছবিতে রয়েছে চমকের পর চমক। এই প্রথম একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে আবির- মিমিকে। তবে এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। প্রায় এক যুগ পর আবার বাংলা ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখবে বাঙালি দর্শক। যদিও এই ছবি প্যান ইন্ডিয়া স্তরেই মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘রক্তবীজ’।
এই ছবিতে একই সঙ্গে শুটিং করেছেন আবির ও প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অভিনেতা আবিরকে TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়: ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের থেকে কী শিখলেন। এক কথায় আবিরের উত্তর, “ডিসিপ্লিন।” আরও যোগ করলেন আবির, “অসম্ভব নিয়মানুবর্তিতা রয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ম-নিষ্ঠা শেখার মতো।” বর্ষীয়ান এই অভিনেতা নতুন প্রজন্মের সঙ্গে অর্থাৎ আবির-মিমির সঙ্গে কেমন ছিলেন শুটিংয়ের সময়? এই প্রশ্নের উত্তরে আবির বলেছেন, “তিনি নিশ্চয়ই উপভোগ করেছেন। শুটিংয়ের সময় একেবারেই স্বাভাবিক থাকতেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। উপভোগ না করলে তো কাজে রাজিই হতেন না।”
প্রসঙ্গত কেবল বাংলা ছবিতেই আবদ্ধ নন প্রবীণ এই অভিনেতা। বিশ্ব সিনেমারও অংশ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যদিও ইদানীং তিনি দেরাদুনে থাকেন। খুব বেশি তাঁকে কলকাতায় পাওয়া যায় না। তবে তাঁর অভিনীত একের পর এক বাংলা ছবি আজও দর্শকদের হৃদয়ে সযত্নে রাখা আছে। পরিচালক নন্দিতা রায় জানালেন, তাঁরা প্রথমবার ‘রক্তবীজ’-এর প্রস্তাব নিয়ে যখন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, স্বাভাবিকভাবেই নিজেদের পরিচয় দিয়েছিলেন। তাঁদের ফোন কল পেয়ে অভিনতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে জানান, নন্দিতা-শিবপ্রসাদ জুটির কাজ তিনি দেখেছেন। এই পরিচালকদ্বয়কে তিনি বিলক্ষণ চেনেন। ‘রক্তবীজ’ ছবির ট্রেলার মুক্তির পর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে যখন যোগাযোগ করে জানতে চাওয়া হয় যে, এই ছবি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় যে হইচই পড়ে গিয়েছে, তাতে তার কি প্রতিক্রিয়া? উত্তরে তিনি জানান, এই ছবির পরিচালকদ্বয় (নন্দিতা-শিবপ্রসাদ) একটু বেশিই উদার তাঁর সম্পর্কে। তবে এই সমাজ মাধ্যম অর্থাৎ সোশ্য়াল মিডিয়া থেকে তিনি অনেকটাই দূরে থাকেন। যদিও দেশের খবর তিনি রাখেন। ‘রক্তবীজ’-এ বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের মতো গুরুগম্ভীর বিষয় ছবি তৈরি করেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। এই ছবিতে ভিক্টর-আবির-মিমির অভিনয় দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। পুজোর আবহে এই ছবি বক্স অফিসে কতটা কামাল দেখায়, সেটাই এখন দেখার।