Exclusive Raj-Dev: দেব-রাজের বড় প্ল্যানিং ফাঁস! টলি-অন্দরে হতে চলেছে এক বিরাট ধামাকা?

Raj-Dev: টলিপাড়ায় আবারও দেব-রাজ জুটি। সূত্র বলছে তেমনটাই। জেনে নিন বিস্তারিত...

Exclusive Raj-Dev: দেব-রাজের বড় প্ল্যানিং ফাঁস! টলি-অন্দরে হতে চলেছে এক বিরাট ধামাকা?
রাজ-দেব।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 4:50 PM

বিহঙ্গী বিশ্বাস 

দু’জনেই হেভিওয়েট, একজন পরিচালক, অন্যজন অভিনেতা। তাঁদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তাও বেশ বড়সড়ই। এরই মধ্যে সূত্র জানাচ্ছে চমকে দেওয়ার মতো খবর। সূত্র বলছে, বাংলা ছবির পাশে দাঁড়াতে, হাতে হাত রেখে আবারও নাকি একসঙ্গে দেব ও রাজ চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই শুনছেন, সব কিছু ঠিক থাকলে নাকি ‘চ্যাম্প’, ‘দুই পৃথিবী’ ম্যাজিক আরও একবার। ছবির প্রযোজনার দায়িত্বে নাকি এসভিএফ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ওই ছবি সই-ও করে ফেলেছেন দেব। শুধু কি তাই? দেব-রাজ জুটির পরিকল্পনা ইতিহাস তৈরির। সে কারণেই ছবির বাজেটও আকাশ ছোঁয়া। বাংলা ছবির সাধারণত যা বাজেট হয় তাঁর দশগুণ নাকি লগ্নি করতে রাজি প্রযোজক। উপলক্ষ একটাই, ‘কেজিএফ’ আদলের ছবি তৈরি এই বাংলাতেও। আর নায়িকা? সে খোঁজও নাকি চলছে। এখনও চূড়ান্ত হয়নি কিছুই। জানা যাচ্ছে, ছবিটির কাজ যেহেতু একেবারেই প্রাথমিক স্তরে তাই এখনই এ নিয়ে অফিসিয়াল মন্তব্য করতে রাজি নন কেউই। আপাতত সব ঠিকই আছে, এখন সবটা শুরু হওয়ার অপেক্ষায়। দেব-রাজ এ নিয়ে ‘স্পিক্টি নট’ হলেও কাজ চলছে জোরকদমে, সূত্র জানাচ্ছে এমনটাই।

এই মুহূর্তে যদিও আগামী ছবিগুলি নিয়ে বেজায় ব্যস্ত দু’জনেই। রাজ ব্যস্ত তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ নিয়ে। ওদিকে দেব ব্যস্ত তাঁর প্রথম ব্যোমকেশ নিয়ে। দু’টি কাজেরই প্রচার চলছে জোরকদমে।