Jeetu Kamal: বিরতিতে যাচ্ছেন জিতু? হঠাৎ কী এমন পোস্ট করলেন অভিনেতা…

Inside Story: এরই মাঝে দুজনের প্রয়োজনে কথাও হয় বিভিন্ন দরকারে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকেন। তবে এবার সেই যোগাযোগই কি বিচ্ছিন্ন করতে চান জিটু কামাল?

Jeetu Kamal: বিরতিতে যাচ্ছেন জিতু? হঠাৎ কী এমন পোস্ট করলেন অভিনেতা...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 6:28 PM

গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা জিতু কামাল। নবনীতা দাসের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই যেন ভক্তরা আরও বেশি করে এই দুই স্টারের ওপর নজর রেখে চলেছেন। একশ্রেণী আজও যেমন চান তাঁরা একসঙ্গে সংসার করুক, অপর শ্রেণী আবার সমালোচনায় ব্যস্ত। তবে দু’জনেই ব্যক্তি জীবনের বচসা ভুলে কাজের ক্ষেত্রে পায়ের তলার মাটি শক্ত করছে, তা নিয়েও চর্চা তুঙ্গে। জিতু কামাল গত কয়েক মাসে অধিকাংশ সময়টাই কাটিয়েছেন লন্ডনে। পরপর দুই ছবির কাজ করেছেন সেখানে। অন্যদিকে কলকাতার বুকে বসে নবনীতা ধারাবাহিকের কাজ চালিয়ে যাচ্ছে নিয়মমাফিক।

এরই মাঝে দুজনের প্রয়োজনে কথাও হয় বিভিন্ন দরকারে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকেন। তবে এবার সেই যোগাযোগই কি বিচ্ছিন্ন করতে চান জিটু কামাল? না, কেবল স্ত্রীর সঙ্গে নয়, নিজেকে সোশ্যাল মিডিয়া বা জনসংযোগ থেকে একটু দূরে রাখতে চান জিতু। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তিনি লিখলেন, ‘ফোন থেকে বিরতি নিচ্ছি, কারণ কিছুটা মুক্ত বাতাস উপভোগ করতে চাই।’ তবে অভিনয় কিংবা সোশ্যাল মিডিয়া থেকে নয় ফোন থেকে কিছুটা সময় দূরে থাকা সিদ্ধান্ত নিলেন অভিনেতা। কিছুটা সময় একান্তে কাটাতে চান তিনি। আর ঠিক সেই কারণেই এমন পোস্ট করে বসলেন জিতু। যা দেখা মাত্রই অনেকেরই মনে প্রশ্ন হঠাৎ কেন নিজেকে এভাবে গুটিয়ে নিচ্ছেন অভিনেতা? সত্যি কি গুঠিয়ে নিচ্ছেন নাকি মনুসংযোগ একাকীত্ব এই বিষয়গুলোকে নিয়ে ভাবিত অভিনেতা কিছু মুহূর্তের জন্য এমন সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।