Nusrat Jahan: কারও ‘বেবি’, কেউ বললেন ‘বিউটিফুল’, জন্মদিনে নুসরতকে নিয়ে কী বার্তা যশ-মিমিদের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 08, 2022 | 9:30 PM

প্রেমিক যশ দাশগুপ্ত থেকে শুরু করে বোনুয়া মিমি চক্রবর্তী একগুচ্ছ শুভেচ্ছায় অভিনেত্রীকে ভরিয়ে দিলেন সক্কলে। দিনের শেষে নুসরতকে নিয়ে কে কী লিখলেন দেখে নেওয়া যাক...

Nusrat Jahan: কারও বেবি, কেউ বললেন বিউটিফুল, জন্মদিনে নুসরতকে নিয়ে কী বার্তা যশ-মিমিদের?
জন্মদিনে নুসরতকে নিয়ে কী বার্তা তারকাদের?

Follow Us

আজ নুসরত জাহানের জন্মদিন। বিতর্ক যাকে ঘিরে রাখে, যদিও তিনি ঘিরে থাকেন পজেটিভিটিকে। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই অভিনেত্রীর উদ্দেশে একের পর এক উপচে পড়ল শুভেচ্ছা বার্তা। প্রেমিক যশ দাশগুপ্ত থেকে শুরু করে বোনুয়া মিমি চক্রবর্তী একগুচ্ছ শুভেচ্ছায় অভিনেত্রীকে ভরিয়ে দিলেন সক্কলে। দিনের শেষে নুসরতকে নিয়ে কে কী লিখলেন দেখে নেওয়া যাক…

যশ দাশগুপ্ত- প্রেমিকার জন্মদিনে এক নিজস্বী শেয়ার করেছেন যশ। দুজনের হাসিমুখ। সঙ্গে লেখা শুভ জন্মদিন। অল্পে কথাতেই শুভেচ্ছা সারলেও ব্যক্তিগত সেলিব্রেশন হয়েছে জমিয়ে।

মিমি চক্রবর্তী- তাঁরা একে অপরকে ডাকেন বোনুয়া বলে। মাঝে দূরত্ব হয়েছিল, এ কথা টলিউডে কান পাতলেই শোনা যায়। তবে এখন সব ঠিক। নুসরতের জন্মদিনে মিমির বার্তা, ‘ তোমায় নিরন্তর ভাল থাকার শুভেচ্ছা। হ্যাপি বার্থডে গার্ল’। সঙ্গে এক ছবির কোলাজ।

তনুশ্রী চক্রবর্তী- বন্ধু ছিলেন বহুদিনের, তবে নুসরত গর্ভবতী থাকাকালীন দুজনের বন্ধুত্ব পৌঁছে যায় এক অন্য মাত্রায়। নুসরতের উদ্দেশে জন্মদিনে তনুশ্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে, মাই বেবি’।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়- নুসরত মা হওয়ার সময় পাশে ছিলেন তিনি। একসঙ্গে আড্ডা দিতেও দেখা যেত তাঁদের। শ্রাবন্তীর চোখে নুসরত ‘বিউটিফুল’। জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়- এই মুহূর্তে কোভিড আক্রান্ত শুভশ্রী। কোয়রান্টিনে থেকেই নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন নুসরত জাহান’।

সোহম চক্রবর্তী- কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তাঁরা, জন্মদিনে সেই ছবিই শেয়ার করেছেন করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী। লিখেছেন, “তুমি আরও সাফল্য, ভালবাসা ও খুশি নিয়ে জীবনে এগিয়ে যাও। সুস্থ থেকো।”

নুসরতও অবশ্য ফিরিয়ে দিয়েছেন প্রতি শুভেচ্ছা। ইনস্টা স্টোরিতে স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ’।

 

Next Article