একি ঘটলো উষসী চক্রবর্তীর সঙ্গে? ঘুম থেকে উঠে হঠাৎ করেই তিনি হাতে পেয়ে গেলেন চেক? নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না অভিনেত্রী। টলিউড পরিচালক রানা সরকারকে নিয়ে এক মজার পোস্ট করেন অভিনেত্রী। স্পষ্ট তিনি জানিয়ে দেন এই পরিচালকের থেকে চেক পাওয়া মানে? লটারি পাওয়ার সমান। তিনি যে কার মুখ দেখে উঠেছেন সেদিন ঘুম থেকে নিজেই বুঝতে পারছিলেন না। সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় অভিনেত্রী। তাই এই ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পিছপা হলেন না তিনি। তবে কয়েক দিনের মধ্যেই এই চেক বাউন্সের খবর কেন দিতে হবে? তার উত্তর জানালেন উষস। কী লিখলেন তার এই সোশ্যাল মিডিয়া পোস্টে?
”ভাই সকল, সকাল সকাল কার মুখ দেখে উঠেছি মনে নেই – কিন্তু দিনটি খুবই লাকি। ছবি শুরুর আগেই প্রডিউসার রানা সরকারের কাছ থেকে advance চেক আদায় করতে সক্ষম হয়েছি। ভাই এটা ছোট কোনও প্রাপ্তি নয়….. ভাবছি আজ একটা লটারির টিকিট কাটলে কেমন হয়. এখানেই শেষ নয়, তিনি আরও লিখলেন, রানা সরকার কি পাল্টেছে নাকি এ চেক ও বাউন্স করবে ? নেশন ওয়ান্টস টু নো (দেশ জানতে চায়)। এর মধ্যে আবার কি চিত্তির – পোস্ট দেখে রূপক রায়ের এর মনে পড়ে গেছে যে সে নাকি আমার কাছে টাকা পায়। আমার তো কিছু মনে পড়ল না । আর নিজেদের মধ্যে আবার টাকা পয়সা কি ভাই… চেক দেখে অনুপ্রাণিত হয়ে দলে দলে এরূপ পাওনাদার ফোন করলে তো ভারি মুশকিল – বাউন্স হয়েছে বলে অতি সত্ত্বর পোস্ট দিতে হবে দেখছি।”
উষসীর এই মজার পোস্ট দেখে কমেন্ট বক্সে এসে হাজির খোদ রানা সরকার। তিনি পাল্টা প্রশ্ন করে বসলেন, ‘চেক বাউন্স করবে না তো ?’ অনেকেই এই মন্তব্য করায় আবার করুণ সুরে উষসী লিখলেন, ‘দুটো টাকা পাব তাতেও নজর’।