Aparajita Adhyay: ‘এই কাজটি করলে বাড়বে আয়ু’, ধন্তেরসে জানালেন অপরাজিতা আঢ্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 11, 2023 | 12:43 PM

Aparajita on Dhanteras: কিছুদিন আগেই তাঁর বেহালার শ্বশুরবাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো পালন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কোজাগরী লক্ষ্মীপুজো যেভাবে তাঁর বাড়িতে পালিত হয় প্রতিবার, সেভাবেই পালিত হল ধন্তেরস। 'জল থই থই ভালবাসা'র শুটিং থেকে ফিরে প্যাস্টেল শেডের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ় পরে ধনলক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর অনুরাগীদেরও কিছু টিপস দিলেন অভিনেত্রী। জানালেন, পরিবারের সকলের আয়ুবৃদ্ধির টোটকা...

Aparajita Adhyay: এই কাজটি করলে বাড়বে আয়ু, ধন্তেরসে জানালেন অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্য।

Follow Us

কিছুদিন আগেই তাঁর বেহালার শ্বশুরবাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো পালন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কোজাগরী লক্ষ্মীপুজো যেভাবে তাঁর বাড়িতে পালিত হয় প্রতিবার, সেভাবেই পালিত হল ধন্তেরস। ‘জল থই থই ভালবাসা’র শুটিং থেকে ফিরে প্যাস্টেল শেডের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ় পরে ধনলক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর অনুরাগীদেরও কিছু টিপস দিলেন অভিনেত্রী। জানালেন, পরিবারের সকলের আয়ুবৃদ্ধির টোটকা…

সুন্দর ভাবে সেজেগুজে অপরাজিতা বসলেন পুজোতে। তারপর বললেন, “আজকের দিনটা খুবই অন্যরকম। তার কারণ, আজ ত্রয়ো দশী। আজ কুবের, মা লক্ষ্মী এবং ধন্বন্তরীদেবের পুজো করা হয়। মা লক্ষ্মীর কৃপায় আমাদের পরিবার ফুলেফেঁপে ওঠে। কুবেরের কৃপায় আমাদের ধনলাভ হয়। এবং ধন্বন্তরীদেবের জন্য আমাদের শরীর রোগমুক্ত থাকে। আজকের দিনে বিশেষ পুজো করা হয়। এরজন্য দক্ষিণদ্বার বেছে নিতে হয়। সেই কোণেই এই পুজো হয়। সেটাকে বলা হয় যমের দক্ষিণ দুয়ার। আটার প্রদীপ তৈরি করতে হয় এই পুজোয়। সেটা করলে পরিবারের সকলের আয়ুবৃদ্ধি হয় এবং পরিবারে যদি কোনও সংকট থাকে, তা হলে সেটা কেটে যায়। তারপর সেই প্রদীপ তৈরির প্রক্রিয়াও নিজেই সক্কলকে দেখিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্য।

এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকে অভিনয় করছেন অপরাজিতা। তাতে কোজাগরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ করার পর এই ধারাবাহিককে কাজ করা শুরু করেছেন অভিনেত্রী। তিনি সমানতালে ছবি এবং ওয়েব সিরিজ়ের কাজও করছেন।

Next Article