Subhashree Ganguly: জন্মদিনে রাজ কী বললেন শুভশ্রীকে, তাঁকে কী বললেন ইন্ডাস্ট্রির বন্ধুরা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 03, 2021 | 3:53 PM

ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন শুভশ্রী। পাশাপাশি কাজেও ফিরেছেন। তাঁকে দেখা যাবে 'ডাঃ বক্সী' থ্রিলারে। 

Subhashree Ganguly: জন্মদিনে রাজ কী বললেন শুভশ্রীকে, তাঁকে কী বললেন ইন্ডাস্ট্রির বন্ধুরা?
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Follow Us

আজ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৩১ বছরে পা দিলেন তিনি। তাই স্ত্রীর জন্মদিনে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন স্বামী-পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। ছবিটি সম্ভবত তাঁদের সাম্প্রতিক মালদ্বীপ ভ্রমণের। রাজের পরনে সাদা শার্ট, শুভশ্রী পরেছেন ফ্লুরোসেন্ট গাউন। দু’জনে দৌড়চ্ছেন কাঠের রাস্তা দিয়ে। মন ভাল করা এই ছবির সঙ্গে ক্যাপশনে প্রিয়তমা স্ত্রীর জন্য রাজ লিখেছেন, “তোমাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার প্রেম।” তাতে শুভশ্রী লিখেছেন, “লাভ ইউ।”

রাজের এই কমেন্টের তলায় কমেন্ট করেন ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তিনি লিখেছেন, “জন্মদিনে অনেক আনন্দ করো শুভশ্রীদি। দারুণ মজা করো।” রাজের শেয়ার করা ছবি সম্পর্কে অভিনেতা যিশু সেনগুপ্তর স্ত্রী ও অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক লিখেছেন, “ছবিটি কী সুন্দর। শুভ জন্মদিন।”

পুজোর আগে একরত্তি ছেলে ইউভান ও রাজের সঙ্গে প্রথমে পুরী বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। তারপর গিয়েছিলেন মালদ্বীপে ঘুরতে। দারুণ মজা করেছিলেন সেখানে। মা হওয়ার পর অন্য মায়েদের মতো শুভশ্রীর চেহারাতেও পরিবর্তন এসেছে। এর জন্য অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে।

তবুও নায়িকা ভালবেসেছেন তাঁর শরীরকেই। দূরে সরিয়ে দিয়েছেন যাবতীয় ট্রোলিং। ব্যস্ত রুটিনে তাঁদের এই ট্যুর হয়ে উঠেছিল একগুচ্ছ খেয়ালি বাতাস। মালদ্বীপের বিচে কখনও গা এলিয়ে দেওয়া, আবার কখনও প্রাণভরে প্রকৃতিকে কাছে টেনে নেওয়া – ইনস্টা খাতার রোজই ফুটে উঠেছিল একের পর এক ছবি। স্টাইল স্টেটমেন্টে ছোট্ট ইউভানও কম যায়নি। গরমের দেশে সে পরেছিল সাদা কুর্তা। বাবা রাজের ইনস্টা ছবিতে হাজির হয়েছিল সেও।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। তাঁকে দেখা যাবে ‘ডাঃ বক্সী’ থ্রিলারে।

আরও পড়ুন: Rahul Banerjee: ‘…আপনি পিছিয়ে গেলেন, আপনার সঙ্গে আমরাও’, শাহরুখের জন্মদিনে খোলাচিঠি ‘বিজয়গড়ের কলোনির ছেলে’ রাহুলের