Ankush-Oindrila: কখন ব়োম্যান্টি হয়ে পড়েন অঙ্কুশ? ফাঁস করলেন ঐন্দ্রিলা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 25, 2023 | 6:14 PM

Relationship: মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে বেরিয়ে পড়েন দেশে বিদেশে। ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ সেই ট্রিপ থেকেই একাধিক ছবি শেয়ার করে থাকেন ভক্তদের জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Ankush-Oindrila: কখন ব়োম্যান্টি হয়ে পড়েন অঙ্কুশ? ফাঁস করলেন ঐন্দ্রিলা

Follow Us

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে তাঁদের প্রতিটা পোস্ট। খুল্লাম খুল্লা প্রেম করতে তাঁরা দুবারও ভাবেন না। টানা ১৩ বছর ধরে এভাবেই এই জুটি সকলের মন জয় করে আসছেন। তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন, তার উত্তর এখনও মেলেনি। ঘুরতে তাঁরা বেশ পছন্দ করেন। মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে বেরিয়ে পড়েন দেশে বিদেশে। ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ সেই ট্রিপ থেকেই একাধিক ছবি শেয়ার করে থাকেন ভক্তদের জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ব্লু লেগুনের স্বাদ নিয়ে এসেছেন তাঁরা। তবে বর্তমানে কলকাতাতেই রয়েছেন এই জুটি। তবুও সোশ্যাল মিডিয়ায় করলেন এক রোম্যান্টিক পোস্ট।

ঐন্দ্রিলার সঙ্গে দেওয়া এই মিষ্টি পোস্ট সকলের নজর কাড়ল। ক্যাপশনে লিখলেন, ”মাঝে মাঝে কারণ ছাড়াই আমি একটু রোমান্টিক হয়ে পড়ি। বড্ড সরল আর নরম মন তো আমার…।” অঙ্কুশের এই পোস্ট দেখা মাত্রই অন্দরমহলের সমীকরণ ফাঁস করে দিলেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা। সাফ মন্তব্য করে বসলেন, ”আমি কিন্তু কিচ্ছু রান্না করতে পারবো না”। ব্যস তাতেই পরিষ্কার হয়ে গেল হঠাৎ কেন এমন ব়্যোমান্টিক মুডে ছবি পোস্ট করলেন অঙ্কুশ।

অর্থাৎ, যখনই ঐন্দ্রিলার হাতের রান্না খেতে ইচ্ছে হয়, তখনই তাঁকে খুশি করতে এমনই মজার মজার পোস্ট করে থাকেন অঙ্কুশ। তবে তাতে যে চিরে ভিজছে না, তা স্পষ্ট করে দিলেন ঐন্দ্রিলা সেন। তিনি মোটেই এই পোস্ট দেখে রান্না করার সিদ্ধান্ত নিয়ে নেননি। উল্টে মুখের ওপর জানিয়ে দিলেন তিনি পারবেন না। ঐন্দ্রিলা ও অঙ্কুশের প্রকাশ্যে এই খুনসুটি দেখে সকলেই বেজায় খুশি। অভিনেত্রীর এই পোস্ট এক কথায় নেটিজ়েনদের বেশ নজরে এল। তবে ভক্তরা কমেন্ট বক্সে লিখতে ভুললেন না, ”দাদা তাহলে বিয়েটা কবে করছেন?”

Next Article