Jeetu kamal: ইচ্ছে করে বড়পর্দা থেকে দূরে ছিলাম, ফিরিয়েছি অনেক অফার: জিতু কামাল
Tollywood Inside: জিতু কামালকে গত এক বছরে নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে অন্যতম হল তাঁর ব্যক্তি জীবনে ঝড়। যদিও কাজই তাঁর কাছে অনুপ্রেরণা বলে দাবি করেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কাজটাই তাঁর আত্মবিশ্বাস বজায় রাখে।

জিতু কামাল, বড়পর্দার এখন তিনি চর্চিত নাম। ছোটপর্দা থেকে তাঁর সফর শুরু, একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে। নিজেকে আমল বদলে ফেলে যেভাবে সকলের সামনে উপস্থাপনা করেছেন, তা এক কথায় বলতে গেলে সকলকে তাক লাগিয়ে দেয়। বদলেছে তাঁর স্টাই, বদল ঘটেছে তাঁর পর্দায় উপস্থাপনার। কিন্তু জিতু কামাল এত কিছুর পরও দেড় বছর পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু কেন জানেন? TV9 বাংলায় এবার খোলসা করলেন মনের কথা। তাঁর ঝুলিতে অফার নেই এটা সত্য নয়, কিংবা, তিনি ছবি করতে চাইছেন না, এমনটাও ঠিক নয়, তবে জিতু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? তাঁর কথায় তিনি যে ধরনের চরিত্র করে জনপ্রিয় বেশি হয়েছেন, চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন, তা অপরাজিত ছবির সত্যজিৎ রায় হয়ে। তারপর থেকে সকলেই নাকি তাঁকে এই ধরনের চরিত্রেই আশা করছিলেন। কিন্তু জিতু চেয়েছিলেন সম্পূর্ণ অন্যধাঁচের একটি ছবি করতে। যে চরিত্র তাঁকে নিয়ে দর্শকদের ইমেজ একেবারে ভেঙে দিয়ে যাবে। এমন সময়ই তিনি হাতে পেয়েছিলেন মানুষ ছবির প্রস্তাব।
জিতু কামালকে গত এক বছরে নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে অন্যতম হল তাঁর ব্যক্তি জীবনে ঝড়। যদিও কাজই তাঁর কাছে অনুপ্রেরণা বলে দাবি করেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কাজটাই তাঁর আত্মবিশ্বাস বজায় রাখে। ভাল চরিত্রের খোঁজ সকলেই করেন, তিনিও চেয়েছিলেন এমন কোনও চরিত্র তাঁর ঝুলিতে আসুক, যে একপেশে জিতুকে ভুলে সকলেই তাঁর অভিনয় সত্ত্বাকে চিনুক। ঘটেছেও তাই। জিতুর নতুন কাজ তেমনই এক চরিত্র। যদিও সৃজিত মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি আবারও পর্দার সত্যজিৎ, পদাতিক ছবিতে দেখা যাবে তাঁকে, ইতিমধ্যেই যে ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল।





