তৃণা-ইন্দ্রজিতের ধারাবাহিক বেঙ্গল টপার, অন্য ধারাবাহিকের রেটিং কত?
বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরশুরাম’ ৭ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। এবার দ্বিতীয় ‘পরিণীতা’। ৬.৯ রেটিং পেয়েছে। ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। তৃতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। ৬.৭ রেটিং সেই ধারাবাহিকের। 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে চার নম্বরে চলে এসেছে ৬.৬ পেয়ে।

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘পরশুরাম’ ৭ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। এবার দ্বিতীয় ‘পরিণীতা’। ৬.৯ রেটিং পেয়েছে। ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। তৃতীয় স্থানে আছে ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। ৬.৭ রেটিং সেই ধারাবাহিকের। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে চার নম্বরে চলে এসেছে ৬.৬ পেয়ে।
৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে পঞ্চম স্থানে। ‘চিরসখা’র দখলে ৬.৪। একই জায়গায় আছে ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’। ‘চিরদিনই তুমি যে আমার’ আর ‘আমাদের দাদামণি’ পেল ৬.২। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এখন ৫.৩। ‘কুসুম’ দারুণ ফল করছে। সাড়ে পাঁচটায় এই ধারাবাহিকের রেটিং ৪.৬।
কোন-কোন ধারাবাহিকের রেটিং তুলনায় কম? ‘আনন্দী’-র রেটিং ২.৯। ‘তুই আমার হিরো’-র রেটিং ৪.৭। স্টার জলসা চ্যানেল এই ধারাবাহিকের সঙ্গে লড়তে দিয়েছে ‘কম্পাস’ ধারাবাহিককে। শুরুর সপ্তাহে নতুন ধারাবাহিক পেল ২.৯ রেটিং। ‘কনে দেখা আলো’-ও নতুন ধারাবাহিক। জি বাংলার সেই ধারাবাহিকের শুরুর সপ্তাহের রেটিং ৪.৪। আগামী কয়েক সপ্তাহে এসব ধারাবাহিক কত রেটিং আনে, তা দেখার অপেক্ষা। বাংলার দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে তিনটে নতুন বাংলা ধারাবাহিক আসছে। সেগুলো লঞ্চ হলে বোঝা যাবে পুরোনো কোন-কোন ধারাবাহিক বন্ধ হওয়ার সময় হয়েছে। এমনিতে ৬ রেটিং ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিছু ধারাবাহিক। এদিকে ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁয়ে ফেলেছিল। যে কারণে তিন-চারমাসে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ধারাবাহিকের শুটিং।
