AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অপেক্ষার অবসান, তৃতীয়বর্ষে ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’, আজই প্রকাশ্যে রিপোর্টকার্ড

সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে।

অপেক্ষার অবসান, তৃতীয়বর্ষে 'ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড', আজই প্রকাশ্যে রিপোর্টকার্ড
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 9:30 AM
Share

দেখতে দেখতে তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। টেলিভিশন ও ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। ২০২৩ সালে যাত্রা শুরু করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম বর্ষেই দর্শক থেকে সেলিব্রিটিদের বিপুল সাড়া মেলায় আজ আমরা গর্বের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পন করলাম। ২০২৫-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ্যে এসেছিল গত একমাস আগে। তবে থেকেই সকলের নজরে একটাই প্রশ্ন, এবার সেরার সেরা পুরস্কার জিতে নেবেন কোন কোন তারকা।

অবশেষে অপেক্ষার অবসান। । আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল হোলেটে অনুষ্ঠিত হতে চলেছে এই অ্যাওয়ার্ড শো। প্রতিবছরের মতোই এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে জমে উঠবে আজকের সন্ধ্যা। হবে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে কে কোন পুরস্কার পেলেন, কে কী জানালেন দর্শকদের উদ্দেশে, সবটাই থাকবে আপনাদের জন্যে।

সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার আজই ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা নাম প্রকাশ্যে আসার পালা।

এবার জুরির তালিকায় ছিলেন– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। আজ নজরে থাকবে হার-জিতের লড়াইয়ে শেষ হাসি হাসল কে। প্রতিযোগীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সকাল থেকেই সেজে উঠছে আজকের অনুষ্ঠান মঞ্চ। লাইট ক্যামেরায় সেজে উঠেছে মঞ্চ। অতিথিদের আসনও উঠছে রেডকার্পেট। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই।