TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’। শহরের পাঁচতারা হোটেল যেন তারকার হাট। নক্ষত্রখচিত সেই সন্ধ্যায় নাচে গানে মাতিয়ে রেখেছিলেন বাংলার সেরার সেরা তারকারা। হাজির ছিলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলামও (Rupam Islam)। বাংলা রক সঙ্গীতকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন রূপম। তবে এদিন একেবারে অন্যরকমের গানে মঞ্চ মাতিয়ে দেন তিনি। রূপমের গলায় ‘শচীনকত্তা’র (শচীনদেব বর্মন) একের পর এক গান মন কেড়েছে সকলের।
‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ মূলত বাংলা সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের কাজকে উৎসাহিত করতেই। এই উদ্যোগের প্রশংসা করেন রূপম ইসলাম। তাঁর কথায়, “পুরো বিষয়টাই নতুন। ওটিটি প্ল্যাটফর্ম যতটা অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গ জায়গায় টিভি নাইন বাংলা স্পর্শ করেছে। খুব ভাল উদ্যোগ।”
রূপম এই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের পেজে আপলোড করেন। লেখেন, ‘Tv9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কিছু মুহূর্ত। গেয়েছি আমার অন্যতম প্রিয় সুরকার শচীন দেব বর্মনের কিছু অতি বিখ্যাত বাংলা গান। দারুণ লেগেছে গাইতে। এমন গান গাইবার সুযোগ তো চট করে মেলে না।’
সত্যিই এমন রূপে রূপমকে খুব একটা দেখার সুযোগ হয় না। একেবারে শুরুতেই রূপমের গলায় ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ গানটি এক অন্য মাত্রা পায়। এরপর একে একে ‘মন দিল না বঁধূ’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘তাকডুম তাকডুম বাজাই’, ‘কে যাস রে’, ‘শোনো গো দখিন হাওয়া’, রূপমে ডুবে বুঁদ শ্রোতারা।