কপালে কালো কাজলের টিপ। মুখে একগাল হাসি। বাবা আর দাদার সঙ্গে কোলে বসে রয়েছে একটি খুদে। তখন কে জানত যে সেই বড় হয়ে কলকাতা আর মুম্বই করে বেড়াবেন। কমলা রঙের ফ্রক পরে বাবার কোলে বসে যে কী খুশি সেই প্রমাণ তো পাওয়া যায় ছোট্ট বাচ্চাটির মুখ দেখেই। চিনতে পারলে কি খুদেটিকে? ছোট থেকে মডেলিং জগতের সঙ্গে তাঁর পরিচয়। সেই সঙ্গে পড়াশোনাতেও ছিলেন তুখর।
এখন টলিপাড়ায়ও তিনি জনপ্রিয় মুখ। সেই সঙ্গে তাঁর বিশেষ বন্ধু হলেন টলিপাড়ার নায়ক, প্রযোজক এবং তৃণমূল সাংসদ। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে? অভিনেত্রী হিসাবে তাঁর কেরিয়ারের বয়স সাত। কিন্তু এর মধ্যে শুধু কলকাতা নয় হিন্দি ছবিতেও অভিনয় করে ফেলেছেন। বহু পরিচালকেরা এখন চিত্রনাট্য লেখার সময় তাঁকে কল্পনা করেন। বুঝতে পারলেন কার কথা হচ্ছে? ঠিকই আঁচ করেছেন। কথা হচ্ছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। সোমবার নিজের ছোটবেলার একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছোট্ট রুক্মিণীকে দেখে দর্শক মনে উত্তেজনার শেষ নেই।
সাধারণত, ডিজাইনার পোশাক আর মেকআপেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু এই রুক্মিণীকে খুব একটা দেখা যায় না সমাজমাধ্যমের পাতা। বাবার জন্মদিনে সেই পুরনো দিনেই ফিরে গেলেন নায়িকা। বাবা আর দাদার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তিনি।
সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন,”এই ছবিটা আমার কাছে খুব স্পেশ্যাল আর এই দিনটাও। কারণ, আমার বাবার জন্মদিন। আর প্রতি মুহূর্তে বাবাকে আমি মিস করি। আমি কী করছি না করছি তার খোঁজ নেওয়া। আমি জানি বাবা উপর থেকে আমায় দেখছে।” বোঝাই গেল বাবার জন্মদিনে নায়িকা ঠিক কতটা আবেগপ্রবণ। তবে বাবাকে হারালেও নায়িকার দাদা রাহুল তাঁর বাবার শূণ্যস্থান অনেকটাই পূরণ করার চেষ্টা করেছেন। উল্লেখ্য, রুক্মিণীর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সদ্য মুক্তি পেয়েছে ‘বুমেরাং’। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তেও দেখা যাবে নায়িকাকে।