২৪ ঘন্টায় বিক্রি ৩০ হাজার টিকিট, মুক্তির আগেই বক্স অফিসে ‘কিংডম’ ঝড়
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক ও প্রযোজক—দুজনেই ছবির সফলতা নিয়ে ভীষণ আশাবাদী। এই ছবি যে বিজয় দেবেরাকোন্ডার কেরিয়ারে এক মাইলস্টোন হতে চলেছে তা এক কথায় বলাই চলে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আর মাত্র একটা দিনের অপেক্ষা। এরপরই বড়পর্দায় ঝড় তুলতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার ছবি ‘কিংডম’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই তা নিয়ে অনুরাগীদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। নতুন ছবি ‘কিংডম’ ইতিমধ্যেই দর্শকমহলে বিস্তর সাড়া ফেলেছে। টিকিট বুকিং শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গেল ৩০,০০০ আসন বিক্রি। ফলে আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই ছবি ঘিরে কতটা উৎসাহী অনুরাগীরা।
অনলাইন টিকিট বুকিং শুরু হতেই দেশের প্রায় সব বড় টিকিট বিক্রি প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উঠে আসে ‘কিংডম’। সুপারস্টারের আগের সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ না দেখলেও এবার কিংডম যে তাঁর কামব্যাক ছবি হতে চলেছে সে ইঙ্গিত স্পষ্ট। শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও ‘কিংডম’-এর আগাম বুকিং বেশ চোখে পড়ার মতো। আন্তর্জাতিক স্তরে অনুরাগীদের এই উত্তেজনা দেখে ছবি নির্মাতারা ৩০ জুলাই এক বিশাল প্রিমিয়ার শো আয়োজন করতে চলেছে।
‘কিংডম’ এক গ্যাংস্টার ড্রামা, যা দুই ভাইয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে লেখা। সংলাপ, আবহ এবং অ্যাকশন—সব মিলিয়ে ছবি ঘিরে আগ্রহ দ্বিগুণ হয়েছে দর্শকদের। ‘কিংডম’ প্রযোজনা করছে জনপ্রিয় ব্যানার সিতারা এন্টারটেইনমেন্টস, পরিচালনায় রয়েছেন গৌতম তিন্নানুড়ি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক ও প্রযোজক—দুজনেই ছবির সফলতা নিয়ে ভীষণ আশাবাদী। এই ছবি যে বিজয় দেবেরাকোন্ডার কেরিয়ারে এক মাইলস্টোন হতে চলেছে তা এক কথায় বলাই চলে।
