ছেলের জন্মের শংসাপত্রে ধর্ম বাদ, কোন বড় পদক্ষেপ বিক্রান্তের?
'টুয়েলভথ ফেল' ছবিতে অভিনয় করার পর থেকেই বিক্রান্ত ম্যাসি রয়েছেন চর্চায়। এই ছবির সাফল্যের পর বিভিন্ন সাক্ষাত্কারে অভিনেতা তাঁর ভাবনা তুলে ধরেছেন। যেমন অভিনয়ে সাময়িক বিরতি নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন। এখন আবার পুরোদমে কাজ করছেন বিক্রান্ত। এর মধ্যে তিনি বাবা হয়েছেন।

‘টুয়েলভথ ফেল’ ছবিতে অভিনয় করার পর থেকেই বিক্রান্ত ম্যাসি রয়েছেন চর্চায়। এই ছবির সাফল্যের পর বিভিন্ন সাক্ষাত্কারে অভিনেতা তাঁর ভাবনা তুলে ধরেছেন। যেমন অভিনয়ে সাময়িক বিরতি নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন। এখন আবার পুরোদমে কাজ করছেন বিক্রান্ত। এর মধ্যে তিনি বাবা হয়েছেন।
ছেলের জন্মের পর বড় পদক্ষেপ করলেন বিক্রান্ত। তিনি বলেছেন, ”ছেলের জন্মের শংসাপত্রে ধর্ম লেখার যে জায়গা থাকে, সেটা আমরা ফাঁকা রেখে দিয়েছি। সরকারের থেকে যখন এই বার্থ সার্টিফিকেট এসে পৌঁছাল, তখন সেখানে ধর্মের কোনও উল্লেখ ছিল না। তাই এমন নয় যে সরকার আপনাকে বলে কোন ধর্ম সেটা উল্লেখ করতে হবে। এটা নির্ভর করছে আপনার উপর।”
বিক্রান্ত জানিয়েছেন ছেলের বার্থ সার্টিফিকেট হাতে পাওয়ার পরই তিনি ধর্মের জায়গায় একটা ড্যাশ দিয়ে রেখেছেন। তিনি মনে করেন, ছেলে যদি কারও কোনও অভ্যাসের নিরিখে তাঁর সম্পর্কে কিছু ভাবে, সেটা অভিনেতার খারাপ লাগবে। মানে তিনি বলতে চেয়েছেন, কারও ধর্মের নিরিখে ছেলে কিছু ভাবুক, সেটা তিনি চান না।
বিক্রান্ত যোগ করেছেন, ”আমি মনে করি প্রত্যেকের তাঁর ধর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। আমার বাড়িতেই বিভিন্ন ধর্মের মানুষ আপনারা পেয়ে যাবেন। আমি মনে করি ধর্ম মানুষই তৈরি করেন। আমি বিভিন্ন ধর্মের উপাচার পালন করি। সেটা করে শান্তি পাই।” বিক্রান্ত যে পদক্ষেপ করলেন, সেটা আগামী দিনে অনেকেই অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে কোনও বড় পরিবর্তন আসবে কিনা বার্থ সার্টিফিকেটে সেটাও দেখার অপেক্ষা।
