‘বেশি ইংরেজি ব্যবহার করেছিলাম…’, চাঁচাছোলা বিক্রান্ত

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 16, 2024 | 9:27 PM

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সবরমতী এক্সপ্রেস'। তার পরে বিক্রান্ত মাসের একটি পোস্ট ঘিরে বিপুল আলোচনা শুরু হয়। তিনি নাকি স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। কিন্তু সবাই যেটা ভাবছেন সেটা যে সম্পূর্ণ ভুল তা নিজেই স্পষ্ট করলেন অভিনেতা।

বেশি ইংরেজি ব্যবহার করেছিলাম..., চাঁচাছোলা বিক্রান্ত

Follow Us

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সবরমতী এক্সপ্রেস’। তার পরে বিক্রান্ত মাসের একটি পোস্ট ঘিরে বিপুল আলোচনা শুরু হয়। তিনি নাকি স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। কিন্তু সবাই যেটা ভাবছেন সেটা যে সম্পূর্ণ ভুল তা নিজেই স্পষ্ট করলেন অভিনেতা। জানালেন অবসর নিচ্ছেন না। কিছু দিনের জন্য বিরতি চাইছেন তিনি। এক সাক্ষাত্‍কারে বিক্রান্ত লেখেন, “আমি ওই বিবৃতিতে প্রচুর ইংরেজি লিখেছিলাম। অনেকেই বুঝতে পারেননি। তাই আমি পরিষ্কার করে বলি বিষয়টা। আমি অবসর করছি না। নিজেকে উন্নততর করে তুলতে প্রয়োজনীয় বিরতি নিচ্ছি মাত্র।”

বিক্রান্তের প্রথম পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে। অনেকে জল্পনা করেছিলেন তবে কি অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন নায়ক?সেই ধন্দও স্পষ্ট করলেন অভিনেতা। তিনি বলেন, “টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ক্লান্ত যে একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরে ফিরে অসুস্থ হয়ে পড়ছি।”

এই কারণেই সাময়িক বিরতি চেয়েছেন বিক্রান্ত। সেই সঙ্গে তাঁর পরিবারের প্রতিও একটা দায়িত্ব রয়েছে। কাজের চাপে পরিবারকেও সেই গুরুত্ব দিতে পারছেন না অভিনেতা। এবার নিজের ‘বাবা’ এবং ‘স্বামী’ হওয়ার দায়িত্ব পালন করতে চান। কিছু দিন পরে আবার অভিনয়ে ফিরবেন। পর পর অনেকগুলো কাজ করেছেন তিনি। ‘সবরমতী রিপোর্ট’-এর জন্য একাধিক হুমকিও পেয়েছেন নায়ক। এই ছবিতে বিক্রান্ত ছাড়াও দেখা গিয়েছে ঋদ্ধি ডোগরা এবংরাশি খান্নাকে।

Next Article