অভিনেতা বিক্রান্ত মাসি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ’12th Fail’-ছবির সাফল্যের পর এই মুহূর্তে চর্চায় তিনি। আইপিএস মনোজ শর্মার চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ দর্শক। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি। বর্তমানে তাঁর মুম্বই শহরে বিলাসবহুল বাড়ি, গাড়ি। একটা সময় অনেকটাই অভাবের মধ্যে কাটাতে হয়েছে তাঁকে। জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তিনি। গোয়ায় ঘুরতে গিয়ে যা কাণ্ড হয়েছিল তাঁর সঙ্গে শুনলে রীতিমতো চমকে যাবেন। কী হয়েছিল তাঁর সঙ্গে?
একবার গোয়ায় ঘুরতে গিয়েছিলেন নায়ক। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। শুনলে রীতিমতো চমকে যাবেন। তখন তিনি সদ্য রোজগার করা শুরু করেছেন। তিনি বলেন, “৫০০০ টাকা নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম অনেক টাকা। বাসে করে ঘুরতে গিয়েছিলাম আমরা।” বন্ধুদের সঙ্গে সব ভাগাভাগি করেই যাবতীয় সব করেন তাঁরা। কিন্তু শেষ দিন সব খরচ হয়ে যায় তাঁদের। হোটেলের খরচ মেটানোর জন্য টাকাও ছিল না তাঁদের। শেষ পর্যন্ত সব খরচ মেটানোর জন্য নিজের সাধের ফোনটাই বিক্রি করতে বাধ্য হন তিনি। তাঁর স্মৃতিতে সেই ঘটনা এখনও দগদগে।