Vivek Agnihotri: কেন্দ্রের আপত্তির পরদিনই সমলিঙ্গ বিবাহ নিয়ে টুইটারে সোচ্চার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 18, 2023 | 2:06 PM

Viral Post: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর তরফে সমলিঙ্গ দম্পতিদের শিশু দত্তক নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিবেকের মঙ্গলবারের এই টুইট যথেষ্ট ইঙ্গিতবাহী।

Vivek Agnihotri: কেন্দ্রের আপত্তির পরদিনই সমলিঙ্গ বিবাহ নিয়ে টুইটারে সোচ্চার দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালক
কেন্দ্রের আপত্তির পরদিনই সমলিঙ্গ বিবাহ নিয়ে টুইটারে সোচ্চার 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক

Follow Us

সমলিঙ্গ বিবাহ (Same Sex Marriage) নিয়ে যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে মঙ্গলবার (১৮ এপ্রিল, ২০২৩), ঠিক তখনই টুইটারে সরব হলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-খ্যাত বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সমলিঙ্গ বিবাহকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, বিশেষত সোমবার (১৭ এপ্রিল, ২০২৩), জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)-এর তরফে সমলিঙ্গ দম্পতিদের শিশু দত্তক নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিবেকের মঙ্গলবারের এই টুইট যথেষ্ট ইঙ্গিতবাহী। গত ১৩ মার্চ সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ মামলার শুনানি হয়। এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে স্থানান্তরিত করে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি.এস নরসিমহা এবং বিচারপতি জে.বি পার্দিওয়ালার বেঞ্চ। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার যখন এই মামলার শুনানিতে ব্যস্ত, তখন টুইটারে বিবেককে কার্যত দেখা গেল কেন্দ্রীয় সরকারের বিরোধী অবস্থান নিতে। কেন্দ্রীয় সরকার যেখানে স্পষ্ট জানিয়েছে, এই সমকামী বিবাহ মামলার বিষয়টি ‘শহুরে’ (urban) ও ‘অভিজাত’ (elitist), সেখানে বিবেকের অকপট টুইট: ”না, সমলিঙ্গ বিবাহ কোনও শহুরে ধারণা নয়।”

আর কী লিখেছেন বিবেক তাঁর টুইটে? কেন্দ্রীয় সরকারের ‘প্রপাগ্যান্ডা মুভি’ বলে চর্চিত ও আলোচিত হয়েছিল যে ছবি, সেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক সমকামী বিবাহের পক্ষে সরব হয়ে লিখেছেন, ”এটা প্রয়োজন। মনে হয় এই হলফনামা কিছু সরকারি অফিসারের মত যাঁরা কখনও ছোট শহর কিংবা গ্রামে যাননি অথবা মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে ঘোরেননি”। প্রসঙ্গত, গত ১২ মার্চ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার যে বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার, তার সূত্র ধরেই সোমবার কেন্দ্র তার আবেদনে এই ধারণাকে ‘শহুরে’ (urban) ও ‘অভিজাত’ (elitist) বলে মন্তব্য করে। সমলিঙ্গ বিবাহ শহুরে অবিজাত শ্রেণির ভাবনা ব্যতীত আর কিছুই নয়, এই বিবাহের আইনি স্বীকৃতি দেওয়ার প্রশ্নে এমনই যুক্তি পেশ করেছে কেন্দ্রীয় সরকার সোমবার।

শুধু তাই-ই নয়, কেন্দ্রের আরও বক্তব্য, সমলিঙ্গের দুই ব্যক্তির একসঙ্গে থাকা এবং যৌন সম্পর্ক ভারতের প্রচলিত পারিবারিক ধারণার সম্পূর্ণ পরিপন্থী। এই সংক্রান্ত যাবতীয় পিটিশন খারিজ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র বলেছে, আদালত এই বিবাহকে ছাড়পত্র দিলে তা হবে দেশের প্রত্যেক নাগরিকের স্বার্থের। সোমবার সমলিঙ্গ বিবাহকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের এহেন অবস্থানের ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই বিবেক অগ্নিহোত্রীর টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা: তাহলে কি এবার ‘প্রপাগ্যান্ডা মুভি’-র পরিচালক তথা সরকারের ‘পোস্টার বয়’ বলে সমালোচিত পরিচালক ইউ-টার্ন নিলেন সমলিঙ্গের বিবাহ সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে? টুইটে বিবেক আরও লিখেছেন, ”প্রথমত, সমলিঙ্গ বিবাহ কোনও ধারণা নয়, এটা একটা প্রয়োজন (need)। এটা একটা অধিকার (right)। গ্রহণ করার বিষয় নয়। এটা প্রয়োজন। এটা অধিকার। ভারতের মতো এটি প্রগতিশীল, উন্মুক্ত এবং বিবিধতাকে একীভূত করে নেওয়ার মানসিকতাসম্পন্ন সভ্যতা (inclusive civilisation)-য় সমলিঙ্গ বিবাহ স্বাভাবিক বলেই বিবেচিত হওয়া উচিত, কোনও অপরাধ নয়।”

২০১৮ সালে সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে বাতিল ঘোষমা করে। ওই ধারায় সমকামিতাকে অপরাধ বলে বিবেচনা করা হত। শুধু বিবেক অগ্নিহোত্রীই নন, পরিচালক হনসল মেহতা (যাঁর অ্যান্থোলজি-সিরিজ ‘Modern Love: Mumbai’-এ প্রতীক গান্ধী ও রণবীর ব্রারের সমলিঙ্গ প্রেমের গল্প দেখানো হয়েছে)-ও টুইটারে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের সোমবারের অবস্থানের পরিপ্রেক্ষিতে। সুপ্রিম কোর্টের কাছে ‘শাহিদ’, ‘স্ক্যাম ১৯৯২’-এর মতো সিনেমা-সিরিজ়ের পরিচালক হনসল সুপ্রিম কোর্টের কাছে টুইটারমারফত আর্জি জানিয়েছেন, সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার।

Next Article